হোম > বিশ্ব > চীন

৬ মাস পর বেইজিংয়ে করোনা রোগী শনাক্ত, ডেলটা নিয়ে শঙ্কা 

চীনের রাজধানী বেইজিংয়ে প্রায় ছয় মাস পর পাওয়া গেল করোনা রোগী। গতকাল বুধবার সেখানে ১৭৯ দিন পর আবারও একজনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

এদিকে চীনের জিয়াংসু প্রদেশের নানজিং শহরে ডেলটা ধরনে আক্রান্ত করোনা রোগী শনাক্ত হয়েছে। এটি পুরো চীনে ছড়িয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে চীন কর্তৃপক্ষ। 

চীনের ন্যাশনাল হেলথ কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, চীনে বুধবার নতুন করে ৪৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২৪ জন তিনিটি ভিন্ন প্রদেশ থেকে স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে। এর আগের দিন গত মঙ্গলবার চীনে ৮৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়। গত জানুয়ারির পর ওই দিনই ২৪ ঘণ্টার হিসাবে চীনে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়। 

আজ বৃহস্পতিবারও বেইজিংয়ে করোনা রোগী শনাক্ত করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই রোগী দুজন স্বামী-স্ত্রী। তাঁরা সম্প্রতি হুনান প্রদেশের একটি প্রদেশ ভ্রমণ করে এসেছিলেন। 

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়। এখন এটি পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। তবে ২০২০ সালের মার্চ থেকেই চীনে করোনার রোগীর সংখ্যা কমতে থাকে।

 চীনে এ পর্যন্ত ১৫০ কোটি ডোজ করোনার টিকা প্রয়োগ করা হয়েছে। বিশ্বের সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে সর্বাধিক মানুষকে ভ্যাকসিন দিতে পেরেছে চীন।

চীনে কানাডার প্রধানমন্ত্রী, শুল্কের গেরো খুলে বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক জোরদার

কোয়ান্টাম প্রযুক্তি কাজে লাগিয়ে ১০টির বেশি অত্যাধুনিক অস্ত্র নির্মাণ করছে চীন

যুক্তরাষ্ট্রের মতো তাইওয়ানের নেতাদের তুলে নিতে পারবে কি চীন

তাইওয়ান নিয়ে চীন কী করবে সেটা সির ব্যাপার: ট্রাম্প

‘রোমান্স ফ্রড বিলিয়নিয়ার’ চেন ঝিকে হাতে পেল চীন

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা তেল চুক্তিতে ক্ষুব্ধ চীন, কমেছে তেলের দাম

শীতলতা কাটিয়ে উষ্ণ হচ্ছে বেইজিং-সিউল সম্পর্ক, ৪৪ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর

জন্মহার বাড়াতে নতুন কৌশল—কনডমসহ জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর দাম বাড়াল চীন

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন