হোম > বিশ্ব > চীন

৬ মাস পর বেইজিংয়ে করোনা রোগী শনাক্ত, ডেলটা নিয়ে শঙ্কা 

চীনের রাজধানী বেইজিংয়ে প্রায় ছয় মাস পর পাওয়া গেল করোনা রোগী। গতকাল বুধবার সেখানে ১৭৯ দিন পর আবারও একজনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

এদিকে চীনের জিয়াংসু প্রদেশের নানজিং শহরে ডেলটা ধরনে আক্রান্ত করোনা রোগী শনাক্ত হয়েছে। এটি পুরো চীনে ছড়িয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে চীন কর্তৃপক্ষ। 

চীনের ন্যাশনাল হেলথ কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, চীনে বুধবার নতুন করে ৪৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২৪ জন তিনিটি ভিন্ন প্রদেশ থেকে স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে। এর আগের দিন গত মঙ্গলবার চীনে ৮৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়। গত জানুয়ারির পর ওই দিনই ২৪ ঘণ্টার হিসাবে চীনে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়। 

আজ বৃহস্পতিবারও বেইজিংয়ে করোনা রোগী শনাক্ত করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই রোগী দুজন স্বামী-স্ত্রী। তাঁরা সম্প্রতি হুনান প্রদেশের একটি প্রদেশ ভ্রমণ করে এসেছিলেন। 

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়। এখন এটি পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। তবে ২০২০ সালের মার্চ থেকেই চীনে করোনার রোগীর সংখ্যা কমতে থাকে।

 চীনে এ পর্যন্ত ১৫০ কোটি ডোজ করোনার টিকা প্রয়োগ করা হয়েছে। বিশ্বের সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে সর্বাধিক মানুষকে ভ্যাকসিন দিতে পেরেছে চীন।

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে

হংকংয়ে অগ্নিকাণ্ড: বিতর্কের কেন্দ্রে ভবন নির্মাণে ঐতিহ্যবাহী বাঁশের মাচা

হংকংয়ের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ১২৮

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৯৪

হংকংয়ের অগ্নিকাণ্ডটি ১০৭ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ, নিহত বেড়ে ৬৫

হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুনে নিহত বেড়ে ৪৪, এখনো নিখোঁজ ২৭৯

‘দায়িত্বজ্ঞানহীন’ পর্যটকের মোমবাতির আগুনে পুড়ল মন্দির