হোম > বিশ্ব > চীন

চীনে বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ১৮

চীনে আকস্মিক বন্যায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এই বন্যায় এখনো নিখোঁজ রয়েছেন ১৮ জন। চীনের পার্বত্য অঞ্চল দাতং এবং কুইংহাই প্রদেশে এই হতাহতের ঘটনা ঘটেছে। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স ২৪–এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, এই আকস্মিক বন্যায় দাতং এবং কুইংহাইয়ের ৬ গ্রামের ৬ হাজার ২০০ জনেরও বেশ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত–প্রকাশিত ছবি থেকে দেখা গেছে, ওই গ্রামগুলোর রাস্তা কাদা এবং পানির নিচে তলিয়ে গেছে। বাসগৃহগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপকভাবে।

এদিকে, চীনা কর্তৃপক্ষ ওই গ্রামগুলোতে এরই মধ্যে উদ্ধার তৎপরতা শুরু করেছে। সিসিটিভি বলেছে, ‘আজ ১৮ আগস্ট দুপুর নাগাদ ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং এখনো উদ্ধার তৎপরতা চলমান রয়েছে। পর্যায়ক্রমিক উদ্ধার তৎপরতা চালু রয়েছে।’ এরই মধ্যে, ওই গ্রামগুলো থেকে ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ১৮ জন।

প্রবল বন্যা ও বৃষ্টিপাতের কারণে ওই দুই অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ ব্যবহ হয়েছে, বন্ধ হয়ে গেছে স্থানীয় শিল্প কারখানা। দেশটির আবহাওয়াবিদেরা বলছেন, চীনে ক্রমবর্ধমান তাপমাত্রা বৃদ্ধি এবং প্রবল বর্ষণের কারণে ওই অঞ্চলের পরিস্থিতি চরমভাবাপন্ন হয়ে উঠেছে। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘ কয়েকদিন প্রবল দাবদাহের পর এই আকস্মিক বন্যা ওই দুই অঞ্চলের কয়েক হাজার মানুষ ভয়াবহ বিপদে পড়েছে। ক্ষয়ক্ষতিও হয়েছে কয়েক মিলিয়ন ডলারের।

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে

হংকংয়ে অগ্নিকাণ্ড: বিতর্কের কেন্দ্রে ভবন নির্মাণে ঐতিহ্যবাহী বাঁশের মাচা

হংকংয়ের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ১২৮

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৯৪

হংকংয়ের অগ্নিকাণ্ডটি ১০৭ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ, নিহত বেড়ে ৬৫

হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুনে নিহত বেড়ে ৪৪, এখনো নিখোঁজ ২৭৯

‘দায়িত্বজ্ঞানহীন’ পর্যটকের মোমবাতির আগুনে পুড়ল মন্দির