হোম > বিশ্ব > চীন

সংলাপের মাধ্যমে ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বান চীনের

ইউক্রেনে সংলাপের মাধ্যমে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। দেশটি বলেছে সব দেশর আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে। স্থানীয় সময় আজ বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আরও সৈন্য পাঠানোর ঘোষণা দেওয়ার পরপরই চীন এই প্রতিক্রিয়া ব্যক্ত করে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন নিয়মিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি সংলাপ ও পরামর্শের মাধ্যমে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা উপলব্ধির আহ্বান জানাচ্ছি এবং যত শিগগির সম্ভব এমন একটি সমাধান খুঁজে বের করতে হবে যা সংশ্লিষ্ট সকল পক্ষের নিরাপত্তা উদ্বেগকে প্রশমিত করবে।’ 

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ‘আমরা সর্বদা মনে করি যে—সব দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করা উচিত। জাতিসংঘ সনদের উদ্দেশ্য এবং নীতিগুলি মেনে চলা উচিত। সমস্ত দেশের বৈধ নিরাপত্তা উদ্বেগগুলোকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য সহায়ক সমস্ত প্রচেষ্টাকে সমর্থন করা উচিত।’ 

গত সপ্তাহেই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিঙ বলেছিলেন, ‘আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে সংলাপ এবং আলোচনার মধ্য দিয়ে যুদ্ধবিরতির এমন একটি উপায় বের করতে আহ্বান জানাই যা সংশ্লিষ্ট সকল পক্ষের নিরাপত্তা উদ্বেগকে প্রশমিত করবে।’ তিনি আরও বলেন, ‘আমরা আশা করি যে, বিশ্ব সম্প্রদায় এই বিষয়ে শর্তাবলি এবং নির্ধারণ করবে।’

তবে চীন ইউক্রেন সংকট নিরসনে সংলাপ এবং সব দেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার কথা বললেও ইউক্রেন আক্রমণের বিষয়ে রাশিয়াকে কখনো দোষারোপ করেনি। 

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে

হংকংয়ে অগ্নিকাণ্ড: বিতর্কের কেন্দ্রে ভবন নির্মাণে ঐতিহ্যবাহী বাঁশের মাচা

হংকংয়ের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ১২৮

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৯৪

হংকংয়ের অগ্নিকাণ্ডটি ১০৭ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ, নিহত বেড়ে ৬৫

হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুনে নিহত বেড়ে ৪৪, এখনো নিখোঁজ ২৭৯

‘দায়িত্বজ্ঞানহীন’ পর্যটকের মোমবাতির আগুনে পুড়ল মন্দির