হোম > বিশ্ব > চীন

যুদ্ধে জড়াতে দ্বিধা করবে না বেইজিং: যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি চীনের

তাইওয়ান স্বাধীনতা ঘোষণা করলে বেইজিং ‘যুদ্ধ শুরু করতে দ্বিধা করবে না’। চীনের প্রতিরক্ষামন্ত্রী আজ শুক্রবার প্রথম মুখোমুখি আলোচনায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে এ ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা উ কিয়ান প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহেকে উদ্ধৃত করে বলেছেন, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠকের সময় মন্ত্রী বলেছেন, যদি কেউ চীন থেকে তাইওয়ানকে বিভক্ত করার সাহস করে, তবে চীনা সেনাবাহিনী যুদ্ধ শুরু করতে দ্বিধা করবে না। 

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে, বৈঠকে চীনা মন্ত্রী এও বলেছেন যে, ‘তাইওয়ানের স্বাধীনতা চক্রান্তকে’ নস্যাৎ করে দিতে প্রস্তুত এবং সেনাবাহিনী মাতৃভূমির একীভূতকরণকে দৃঢ়ভাবে সমর্থন করে। তিনি জোর দিয়ে বলেন, তাইওয়ান চীনের অংশ। তাইওয়ানকে ব্যবহার করে চীনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা কখনোই সফল হবে না। 

সিঙ্গাপুরে অনুষ্ঠিত এই বৈঠকের ব্যাপারে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, মার্কিন মন্ত্রী অস্টিন তাঁর চীনা প্রতিপক্ষকে বলেছেন, বেইজিংকে অবশ্যই ‘তাইওয়ানকে অস্থিতিশীল করার পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে’। 

উল্লেখ্য, একদা চীনের অংশ তাইওয়ান বর্তমানে একটি স্বশাসিত, গণতান্ত্রিক দ্বীপ। চীনের একীভূতকরণ প্রচেষ্টার কারণে এর সার্বভৌমত্ব বারবার হুমকির মুখে পড়ছে। বেইজিং দ্বীপটিকে চীনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখে। প্রয়োজনে বলপ্রয়োগ করে একদিন তাইওয়ান দখল করার প্রত্যয় ব্যক্ত করেছে বেইজিং।

যুক্তরাষ্ট্রের মতো তাইওয়ানের নেতাদের তুলে নিতে পারবে কি চীন

তাইওয়ান নিয়ে চীন কী করবে সেটা সির ব্যাপার: ট্রাম্প

‘রোমান্স ফ্রড বিলিয়নিয়ার’ চেন ঝিকে হাতে পেল চীন

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা তেল চুক্তিতে ক্ষুব্ধ চীন, কমেছে তেলের দাম

শীতলতা কাটিয়ে উষ্ণ হচ্ছে বেইজিং-সিউল সম্পর্ক, ৪৪ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর

জন্মহার বাড়াতে নতুন কৌশল—কনডমসহ জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর দাম বাড়াল চীন

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের