হোম > বিশ্ব > চীন

অনুপ্রবেশ করায় চীনা বিমানবহরকে ধাওয়া তাইওয়ানের

তাইওয়ানের আকাশসীমায় ৩৮টি চীনা সেনা বিমান অনুপ্রবেশ করিয়েছে চীন। এটি তাইওয়ানের আকাশসীমায় এ যাবৎকালের সবচেয়ে বড় অনুপ্রবেশের ঘটনা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

এ ঘটনার পর অবশ্য তাইওয়ানও বসে থাকেনি, অনুপ্রবেশকারী চীনা বিমানবহরকে ধাওয়া দিয়ে নিজ আকাশসীমা থেকে তাড়িয়ে দিয়েছে। 

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, চীনের বিমানগুলো দুই ধাপে তাইওয়ানে প্রবেশ করে। এর মধ্যে পারমাণবিক বোমা ধারণ করতে পারে এমন বিমানও ছিল। 

আজ শনিবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার তাইওয়ানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অংশ পারাতাস দ্বীপপুঞ্জ ও তাইওয়ান-ফিলিপাইনের সীমান্তবর্তী বাশি প্রণালির আকাশে মোট ২৫টি যুদ্ধবিমানকে টহল দিতে দেখা গেছে। 

এর আগে শুক্রবার সন্ধ্যায় একই এলাকায় ১৩টি চীনা সেনা বিমান দেখা গেছে। 

চীন তাইওয়ানকে নিজেদের প্রদেশ হিসেবে দাবি করে। এই দাবি শক্তিশালী করতে তাইওয়ানের ওপর রাজনৈতিক ও সামরিক চাপ প্রতিনিয়ত বাড়িয়ে চলেছে দেশটি। 

কিন্তু একসময়ের সার্বভৌম দেশ তাইওয়ান বরাবরই চীনের এই দাবি অস্বীকার করে।

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের

চীনে এক সন্তান নীতির প্রবক্তার মৃত্যু, শ্রদ্ধার চেয়ে সমালোচনাই বেশি

নতুন করে শতাধিক আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন: পেন্টাগন

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে