হোম > বিশ্ব > চীন

তাইওয়ান প্রণালিতে যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ, ক্ষুব্ধ চীন

আজকের পত্রিকা ডেস্ক­

তাইওয়ান প্রণালিতে টহল দেওয়া ব্রিটিশ যুদ্ধজাহাজ। ছবি: যুক্তরাজ্যের প্রতিরক্ষা দপ্তর

তাইওয়ান দ্বীপ ও এশিয়া মহাদেশ বিভাজনকারী তাইওয়ান প্রণালিতে যুক্তরাজ্যের একটি যুদ্ধজাহাজ টহল দেওয়ার ঘটনায় খেপেছে চীন। তাদের সেনাবাহিনী এটিকে ‘ইচ্ছাকৃত উসকানি’ হিসেবে দেখছে। তারা মনে করছে, ব্রিটিশদের এই ধরনের কর্মকাণ্ড তাইওয়ান প্রণালি অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি।

তবে ব্রিটিশ রয়্যাল নেভির ভাষ্য, তাদের যুদ্ধজাহাজ এইচএমএস স্পের বুধবারের টহল আগেই পরিকল্পনা করা ছিল এবং আন্তর্জাতিক আইন মেনেই তা করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, তাইওয়ান প্রণালিতে গত চার বছরের মধ্যে এই প্রথম কোনো যুদ্ধজাহাজের টহল পরিচালনা করেছে ব্রিটিশ নৌবাহিনী। কেবল জাহাজ নয়, তাদের একটি বড় নৌবহরও ওই অঞ্চলে পৌঁছেছে, যা কয়েক মাস সেখানেই থাকবে।

তাইওয়ানকে নিজের ভূখণ্ড বলে দাবি করে চীন। প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করে দ্বীপটিকে নিজের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার ইঙ্গিত বহুবার দিয়েছে দেশটি।

যদিও স্বশাসিত তাইওয়ান এই দাবি মানে না।

তাইওয়ান প্রণালিতে যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ টহল দেওয়ার ঘটনার সমালোচনা করে চীনের নৌবাহিনীর এক মুখপাত্র বলেন, পশ্চিমা দেশটি এইচএমএস স্পের যাত্রাকে ‘প্রকাশ্যে অতিরঞ্জিত’ করছে। তাঁর মতে, এইচএমএস স্পের সাধারণ টহলকে প্রয়োজনের চেয়ে বেশি বড় করে দেখাচ্ছে যুক্তরাজ্য; এর গুরুত্ব বাড়িয়ে বলছে এবং এর মাধ্যমে একটি রাজনৈতিক বার্তা দিতে চাইছে।

তিনি বলেন, ‘এই ধরনের কার্যকলাপ ইচ্ছাকৃত উসকানি, যা পরিস্থিতি অশান্ত করে এবং তাইওয়ান প্রণালি অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করে।’

এক বিবৃতিতে চীনের নৌবাহিনী বলেছে, ‘তাইওয়ান প্রণালি পার হওয়ার পুরো সময়জুড়ে এইচএমএস স্পেকে নজরদারির মধ্যে রাখা হয়েছিল এবং চীনা সেনারা সব ধরনের হুমকি ও উসকানির কঠোর জবাব দেবে।’

এ বিষয়ে পরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘তাইওয়ান প্রণালি দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলের অধিকারকে সম্মান করে চীন। তবে নৌ চলাচলের স্বাধীনতার নামে যেকোনো দেশের চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তার হুমকি দৃঢ়ভাবে বিরোধিতা করে বেইজিং।’

তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য এই টহলকে তাইওয়ান প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষাকারী পদক্ষেপ হিসেবে প্রশংসা করেছে।

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের

চীনে এক সন্তান নীতির প্রবক্তার মৃত্যু, শ্রদ্ধার চেয়ে সমালোচনাই বেশি

নতুন করে শতাধিক আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন: পেন্টাগন

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে