গুপ্তচরবৃত্তির অভিযোগে মাইকেল স্প্যাভর নামের একজন কানাডীয় নাগরিককে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন চীনের একটি আদালত। আজ বুধবার এই রায় দেওয়া হয়।
২০১৮ সালে চীনে গ্রেপ্তার হন দুই কানাডীয় মাইকেল কোভরিগ ও মাইকেল স্প্যাভোর। যুক্তরাষ্ট্রের অনুরোধে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের জ্যেষ্ঠ নির্বাহী মেং ওয়ানঝোকে কানাডা আটকের পরপরই চীনে এই দুজনকে আটক করা হয়েছিল।
বিশেষজ্ঞরা বলছেন, এই রায়ের কারণে কানাডা এবং চীনের মধ্যে সম্পর্কের অবনতি হতে পারে।
কানাডা থেকে হুয়াওয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মেং ওয়ানঝোকে ফিরিয়ে আনার বিষয়ে চলমান প্রচেষ্টার মাঝেই এই রায় প্রকাশ হলো।
আজ বুধবার একটি বিবৃতিতে চীনের ড্যানডং আদলের পক্ষ থেকে বলা হয়, গুপ্তচরবৃত্তির অভিযোগে স্প্যাভোরকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হলো।
এদিকে গতকাল মঙ্গলবার মাদক চোরাচালানের দায়ে অভিযুক্ত কানাডীয় নাগরিক রবার্ট লয়েড শেলেনবার্গেরও মৃত্যুদণ্ড বহাল রেখেছেন চীনের একটি আদালত।