হোম > বিশ্ব > চীন

তাইওয়ানে সৈন্য না পাঠানোর প্রতিশ্রুতি প্রত্যাহার করল চীন 

কখনো তাইওয়ানের নিয়ন্ত্রণ নেওয়া হলে সেখানে সৈন্য কিংবা প্রশাসনিক কর্মকর্তা না পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল চীন। সম্প্রতি চীন সেই প্রতিশ্রুতি প্রত্যাহার করে নিয়েছে। স্থানীয় সময় আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার চীন প্রকাশিত বেশ কিছু নথিপত্র থেকে এই তথ্য জানা গেছে। ধারণা করা হচ্ছে, এই ঘোষণার মাধ্যমে চীন আগে তাইওয়ানের স্বায়ত্তশাসনের ব্যাপারে যে নমনীয় মনোভাব দেখাত তা আরও কঠোর হতে যাচ্ছে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। 

তাইওয়ানের বিষয়ে এই সিদ্ধান্ত এমন এক সময়ে এল যার মাত্র একদিন আগে, চীন তাইওয়ানের আশপাশের জলসীমা বেশ কয়েক দিনব্যাপী সরাসরি সামরিক মহড়া চালানো শেষ করে। চীন সব সময়ই তাইওয়ানকে নিজস্ব ভূখণ্ড বলে দাবি করে এসেছে। তবে, সম্প্রতি তাইওয়ানে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের ফলে চীনের সঙ্গে তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের বিরোধ তুঙ্গে ওঠে। জবাবে, চীন তাইওয়ানের আশপাশে এক নজিরবিহীন সামরিক মহড়া চালিয়ে এর প্রতিক্রিয়া দেখায়। 

এর আগে, চীন ১৯৯৩ এবং ২০০০ সালে দুই দফা শ্বেতপত্র প্রকাশ করেছিল। সেখানে বলা হয়েছিল, বেইজিং যেমনটা চায়—পুনরায় একত্রীকরণ , তা অর্জিত হলে চীন তাইওয়ানের ভূখণ্ডে কখনোই সেনা বা প্রশাসনিক কর্মকর্তা পাঠাবে না। 

চীনের এমন অবস্থানের পর বিশ্লেষকেরা ধারণা করছেন, চীন-তাইওয়ান একত্রীকরণের পর তাইওয়ান কতটা স্বায়ত্তশাসন ভোগ করবে সে বিষয়ে কোনো কিছুই উল্লেখ করা হয়নি। এর আগে, চীনের শাসক দল কমিউনিস্ট পার্টি চীন এবং তাইওয়ানের জন্য ‘এক দেশ, দুই নীতি’ প্রস্তাব করেছিল।

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে

হংকংয়ে অগ্নিকাণ্ড: বিতর্কের কেন্দ্রে ভবন নির্মাণে ঐতিহ্যবাহী বাঁশের মাচা

হংকংয়ের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ১২৮

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৯৪

হংকংয়ের অগ্নিকাণ্ডটি ১০৭ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ, নিহত বেড়ে ৬৫

হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুনে নিহত বেড়ে ৪৪, এখনো নিখোঁজ ২৭৯

‘দায়িত্বজ্ঞানহীন’ পর্যটকের মোমবাতির আগুনে পুড়ল মন্দির