হোম > বিশ্ব > চীন

সংঘাত বন্ধে চীনের চার প্রস্তাব, ইসরায়েলের বিরুদ্ধে নিন্দাপ্রস্তাবে ফের ভেটো যুক্তরাষ্ট্রের

ঢাকা: চলমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে দুই দেশের পারস্পরিক সম্মতিতে একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পরামর্শ দিয়েছে চীন। গতকাল রোববার অনুষ্ঠিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) বৈঠকে দেশটির পক্ষ থেকে বলা হয়, 'দ্বি-রাষ্ট্রীয় সমাধান' সংঘাত বন্ধের একটি মৌলিক উপায়।

চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি বলেন, উভয়পক্ষের শান্তি আলোচনার শুরুর পক্ষে চীন, যেটির ভিত্তি হবে দুই রাষ্ট্র সমাধান। যতদ্রুত সম্ভব স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে যে রাষ্ট্রের পূর্ণ স্বায়ত্তশাসন থাকবে। ১৯৬৭ সালের সীমানা অনুসারে নির্ধারিত হবে সীমান্ত।

দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পাশাপাশি ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে চার দফা প্রস্তাব দিয়েছে দেশটি। তাৎক্ষণিক অস্ত্রবিরতি, সহিংতার অবসান, অবরোধ তুলে নিয়ে মানবিক সহায়তা প্রদান এবং উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক সমর্থন নিশ্চিত করা।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) বৈঠকে ইসরায়েল-ফিলিস্তিন উত্তেজনা নিরসনের দায়িত্ব যুক্তরাষ্ট্রেরই কাঁধে নেওয়া উচিত বলে উল্লেখ করা হয়।

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন আবারও নিরাপত্তা পরিষদে বিষয়টি তুলে ধরবে এবং একটি বিবৃতি দিতে যেন সবাই সম্মত হয় সেই চেষ্টা করবে।

যুক্তরাষ্ট্রে সমালোচনা করে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের বাধার কারণে ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি) কোনো ব্যবস্থা নিতে পারছে না।

এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপনের উদ্যোগ নিলে তা যুক্তরাষ্ট্রের ভেটোতে আটকে গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে গেল কয়েকদিনে তিনবার এ সংক্রান্ত প্রস্তাবে ভেটো দিল যুক্তরাষ্ট্র।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৫৮টি শিশুসহ ১৯৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১ হাজার ৩০০ জন ফিলিস্তিনি। পাশাপাশি চলমান সংঘাতে দুই শিশুসহ ১০ ইসরায়েলি প্রাণ হারিয়েছেন।

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের

চীনে এক সন্তান নীতির প্রবক্তার মৃত্যু, শ্রদ্ধার চেয়ে সমালোচনাই বেশি

নতুন করে শতাধিক আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন: পেন্টাগন

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে