হোম > বিশ্ব > চীন

চীনের রকেটের ধ্বংসাবশেষ পড়েছে মালদ্বীপের কাছে

ঢাকা: অবশেষে চীনের বৃহত্তর রকেটের ধ্বংসাবশেষ পৃথিবীতে ফিরেছে। রবিবার সকালে চাইনিজ ৫-বি রকেটের ধ্বংসাবশেষ মালদ্বীপের পাশে ভারত সাগরে পড়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের মতে, অবশিষ্ট অংশটি পৃথিবীতে পরে ধ্বংস হয়ে গেছে।

চায়না ম্যানড স্পেস ইঞ্জিনিয়ারিং অফিসের বরাত দিয়ে রাষ্ট্রীয় মিডিয়া এই বিষয়টি নিশ্চিত করেছে।

রকেটের এই টুকরোর ওজন ১৮ টন। এই টুকরোটি ছিল গত কয়েক দশকের মধ্যে বায়ুমণ্ডলে প্রবেশ করা সবচেয়ে ভারী মহাকাশ বর্জ্য।

চীনের ন্যাশনাল স্পেস অ্যামিনিস্ট্রেশনের তথ্যমতে, যুক্তরাষ্ট্রের সময় শনিবার রাত ১০টা ২৪ মিনিটে বা বাংলাদেশ সময় রোববার সকাল ৮টা ২৪ মিনিটে রকেটের ওই ধ্বংসাবশেষটি আছড়ে পড়ে।

এর আগে এক টুইটবার্তায় মার্কিন এয়ারস্পেস করপোরেশন জানিয়েছিল, রোববার জিএমটি ০৪.১৯ মিনিটের আট ঘণ্টা আগে বা আট ঘণ্টা পরে চীনের লংমার্চ ৫বি রকেটটির ধ্বংসাবশেষ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে।

ধ্বংসাবশেষ পৃথিবীতে আছড়ে পড়লে ক্ষয়ক্ষতির আশংকা করছিল বিশেষজ্ঞরা। তবে চীনের জাতীয় মহাকাশ সংস্থা জানিয়েছে, এটা পৃথিবীতে পড়ার আগেই বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তাই ক্ষয়ক্ষতির পরিমান খুব কম হবে।

চীনা মহাকাশ স্টেশন স্থাপনের জন্য ‘লং মার্চ ৫বি রকেট’টি গত ২৯ এপ্রিল উৎক্ষেপণ করা হয়। রকেটটিকে সফলভাবে তিয়ানহে স্পেস স্টেশনের মডিউলকে কক্ষপথে স্থাপন করা গেলেও পরে সেটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারায় গ্রাউন্ড স্টেশন।

যুক্তরাষ্ট্রের মতো তাইওয়ানের নেতাদের তুলে নিতে পারবে কি চীন

তাইওয়ান নিয়ে চীন কী করবে সেটা সির ব্যাপার: ট্রাম্প

‘রোমান্স ফ্রড বিলিয়নিয়ার’ চেন ঝিকে হাতে পেল চীন

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা তেল চুক্তিতে ক্ষুব্ধ চীন, কমেছে তেলের দাম

শীতলতা কাটিয়ে উষ্ণ হচ্ছে বেইজিং-সিউল সম্পর্ক, ৪৪ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর

জন্মহার বাড়াতে নতুন কৌশল—কনডমসহ জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর দাম বাড়াল চীন

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের