হোম > বিশ্ব > চীন

জন্মের হার বাড়াতে মাতৃত্বকালীন ছুটি বাড়াল চীন 

জন্মের হার বাড়াতে চীনে বাড়ানো হলো মাতৃত্বকালীন ছুটি। দেশটির বিভিন্ন অঞ্চলে এই ছুটি কমপক্ষে এক মাস বাড়ানো হয়েছে। জন্মহার কমার পর দেশটির সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

শিশু জন্মহার বাড়াতে চীনে এরই মধ্যে তিন সন্তান নীতি আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত করা হয়েছে। এই আইনের কারণে দেশটির দম্পতিরা চাইলে তিনটি সন্তান নিতে পারেন।

আজ শুক্রবার বেইজিং সরকারের পক্ষ থেকে বলা হয়, মায়ের ১৫৮ দিন মাতৃত্বকালীন ছুটি পাবে। যা আগের চেয়ে ৩০ দিন বেশি। 

গতকাল সাংহাই কর্তৃপক্ষও এমনটি জানিয়েছে। 

চীনা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে দ্বিতীয় ও তৃতীয় সন্তান নেওয়ার সময় মায়েরা ১৮৮ দিন মাতৃত্বকালীন ছুটি পাবেন। সেখানকার বর্তমান নিয়মানুযায়ী, মায়েরা ৯৮ দিন মাতৃত্বকালীন ছুটি পান। 

এদিকে মাতৃত্বকালীন ছুটি বাড়ায় শঙ্কা প্রকাশ করেছেন চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। একজন ব্যবহারকারী লিখেছেন, এর কারণে চীনের নারীদের বেকারত্ব বাড়বে। 

অনেকেই প্রশ্ন তুলেছেন মায়েরা এত দিন ছুটি পেলে বাবা কেন ১৫ দিন পিতৃত্বকালীন ছুটি পাবেন। 

বেইজিংয়ে একজন পুরুষ ১৫ দিন পিতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন। সাংহাইতে এই ছুটি ১০ দিন দেওয়া হয়ে থাকে। 

কোয়ান্টাম প্রযুক্তি কাজে লাগিয়ে ১০টির বেশি অত্যাধুনিক অস্ত্র নির্মাণ করছে চীন

যুক্তরাষ্ট্রের মতো তাইওয়ানের নেতাদের তুলে নিতে পারবে কি চীন

তাইওয়ান নিয়ে চীন কী করবে সেটা সির ব্যাপার: ট্রাম্প

‘রোমান্স ফ্রড বিলিয়নিয়ার’ চেন ঝিকে হাতে পেল চীন

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা তেল চুক্তিতে ক্ষুব্ধ চীন, কমেছে তেলের দাম

শীতলতা কাটিয়ে উষ্ণ হচ্ছে বেইজিং-সিউল সম্পর্ক, ৪৪ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর

জন্মহার বাড়াতে নতুন কৌশল—কনডমসহ জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর দাম বাড়াল চীন

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন