হোম > বিশ্ব > চীন

চীনে ৭.৩ মাত্রার ভূমিকম্পে নিহত ৩, আহত ২৭

ঢাকা: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশে আজ শনিবার ভোরে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ও অগভীর ভূমিকম্প অনুভূত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে দ্বিতীয় দফার এ ভূমিকম্পে তিনজন নিহত এবং ২৭ জনের বেশি আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। স্থানীয় প্রশাসন এ অঞ্চলে তাঁবুসহ ত্রাণসামগ্রী পাঠিয়েছে।

চীনা গণমাধ্যম সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী এ ভূমিকম্পে ২০ হাজার ১৯২টি পরিবারের প্রায় ৭২ হাজার ৩১৭ জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।

দ্য হেরাল্ড বুলেটিনের প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের প্রথম দফা যে এলাকায় আঘাত হেনেছে তার প্রায় এক হাজার কিলোমিটার উত্তরের মধ্য চীনের কিংহাই প্রদেশের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় দফার এ ভূমিকম্প হয়। প্রথম দফা ভূমিকম্পে এলাকাটি খুব কম জনবহুল হওয়ায় হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতত্ত্ববিদ জনাথন টাইটেলের মতে, ভূমিকম্প দুটির মধ্যে কোনো সম্পর্ক ছিল না।

ইউনান প্রদেশের সিসমোলজিক্যাল ব্যুরোর বরাত দিয়ে দ্য হেরাল্ড বুলেটিন জানায়, শুক্রবার রাতে প্রথম দফায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। ডালি শহরের উত্তর-পশ্চিমে ভূমি থেকে ৮ কিলোমিটার নিচে এটি আঘাত করে। ভূমিকম্পের ফলে ডালির চারপাশে প্রবল কাঁপুনি অনুভূত হয়েছে।

প্রাদেশিক কর্তৃপক্ষ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলে জরুরি ত্রাণ এবং তাঁবু পাঠিয়েছে।

প্রসঙ্গত, গত বছর ইউনানে ৫ মাত্রার একটি ভূমিকম্পে চারজন মারা যায় এবং ২৩ জন আহত হয়। চীনে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে ২০০৮ সালে। ইউনানের উত্তরে সিচুয়ান প্রদেশের পার্বত্য এলাকার পশ্চিমাঞ্চলে ওই ভূমিকম্পে প্রায় ৯০ হাজার মানুষ নিহত হয়।

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের

চীনে এক সন্তান নীতির প্রবক্তার মৃত্যু, শ্রদ্ধার চেয়ে সমালোচনাই বেশি

নতুন করে শতাধিক আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন: পেন্টাগন

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে