হোম > বিশ্ব > চীন

রাষ্ট্রদ্রোহের মামলা প্রত্যাহারে জিমি লাইয়ের আবেদন হংকং আদালতে খারিজ

রাষ্ট্রদ্রোহের মামলা প্রত্যাহারের জন্য হংকংয়ের গণতন্ত্রপন্থী মিডিয়া মোগল জিমি লাইয়ের আবেদন খারিজ করে দিয়েছেন হংকংয়ের একটি আদালত। আজ শুক্রবার জাতীয় নিরাপত্তা আইনের (এনএসএল) অধীনে অনুষ্ঠিত শুনানিতে জিমি লাইয়ের আইনি দলের করা আবেদন খারিজ করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। জাতীয় নিরাপত্তা লঙ্ঘন এবং বিদেশিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে ৭৬ বছর বয়সী জিমি লাইয়ের বিচার হচ্ছে। ২০২০ সালের ডিসেম্বর থেকে কারাগারে রয়েছেন হংকংয়ের গণতন্ত্রপন্থী প্রকাশনা হিসেবে পরিচিত অ্যাপল ডেইলির প্রতিষ্ঠাতা জিমি লাই।

জাতীয় নিরাপত্তা লঙ্ঘন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে ২০২০ সালে হংকংয়ের ২৫০ জনেরও বেশি আন্দোলনকর্মী ও আইনপ্রণেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের মধ্যে একজন ছিলেন জিমি লাই।

শুনানিতে জিমি লাইয়ের আইনজীবীরা কৌঁসুলিদের আনা রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্র মামলার সময়সীমা বাতিল বা সীমিত করার আবেদন জানান। তাঁরা বলেন, স্থানীয় আইনের অধীনে কোনো কথিত অপরাধের ব্যাপারে তা ঘটার ছয় মাসের মধ্যে অভিযোগ আনতে হবে।

লাইয়ের আইনজীবী রবার্ট প্যাং যুক্তি দেন, রাষ্ট্রদ্রোহের অভিযোগটি এ জন্য খারিজ করা উচিত যে, কথিত অপরাধের ছয় মাসের মধ্যে কৌঁসুলিরা মামলা করতে ব্যর্থ হয়েছিলেন। প্যাং উল্লেখ করেন, জিমি লাইয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এনে তাঁকে আদালতে নেওয়া হয় ২০২১ সালের ২৮ ডিসেম্বর, যা কথিত অপরাধের ছয় মাসের সময়সীমা শেষ হওয়ার চার দিন পর।

তবে জিমি লাইয়ের ক্ষেত্রে এই সময়সীমা প্রযোজ্য নয় বলে রায় দিয়েছেন সরকার নিযুক্ত তিন বিচারক—এসথার তোহ, সুসানা ডি’আলমাদা রেমেডিওস এবং অ্যালেক্স লি। তাঁরা যুক্তি দেন, রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্র ছিল একটি ধারাবাহিক অপরাধ। এই অভিযুক্ত অপরাধ শেষ না হওয়া পর্যন্ত সময়সীমার গণনা শুরু হবে না।

বিচারকেরা তাঁদের রায়ে বলেন, আসামির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগের বিচার করার জন্য সময়ের কোনো বাধা নেই। সুতরাং, রাষ্ট্রদ্রোহের অভিযোগে আসামির বিচার করার এখতিয়ার আদালতের আছে।

জিমি লাই তাঁর বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন। দোষী সাব্যস্ত হলে এই ধনকুবেরকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে।

এনএসএলের অধীনে মামলা ছাড়াও জিমি লাইয়ের বিরুদ্ধে তার টুইট, সাক্ষাৎকার এবং তার মালিকানাধীন অধুনালুপ্ত অ্যাপল ডেইলি পত্রিকায় প্রকাশিত নিবন্ধগুলোর ওপর ভিত্তি করে ঔপনিবেশিক যুগের একটি আইনের অধীনে রাষ্ট্রদ্রোহের অভিযোগও আনা হয়েছে।

এনএসএলের অধীনে গ্রেপ্তার হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন হিসেবে বিবেচনা করা হয় চীনা কমিউনিস্ট পার্টির তীব্র সমালোচক জিমি লাইকে। হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলনের প্রথম সারিতে ছিলেন তিনি। ২০১৪ সালে আমব্রেলা আন্দোলন থেকে শুরু করে ২০১৯ সালে বেইজিং সমর্থিত প্রত্যর্পণ বিলের বিরুদ্ধে বিক্ষোভেও ছিলেন তিনি। অ্যাপল ডেইলিসহ হংকংয়ের কয়েকটি বিখ্যাত গণমাধ্যম প্রতিষ্ঠা ও পরিচালনা করেছিলেন জিমি লাই।

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে

হংকংয়ে অগ্নিকাণ্ড: বিতর্কের কেন্দ্রে ভবন নির্মাণে ঐতিহ্যবাহী বাঁশের মাচা

হংকংয়ের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ১২৮

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৯৪

হংকংয়ের অগ্নিকাণ্ডটি ১০৭ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ, নিহত বেড়ে ৬৫

হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুনে নিহত বেড়ে ৪৪, এখনো নিখোঁজ ২৭৯

‘দায়িত্বজ্ঞানহীন’ পর্যটকের মোমবাতির আগুনে পুড়ল মন্দির

যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে আসছে চীনের অত্যাধুনিক বিমানবাহী রণতরি ‘ফুজিয়ান’