সাংহাই: চীনের মূলভূখণ্ডে গত একদিনে নতুন করে আরও সাতজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। যা এর আগের দিনের চেয়ে ছয় জন কম। আজ শনিবার দেশটির জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এমনটি জানিয়েছে।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় , শনাক্ত হওয়া সব করোনা রোগীরা দেশের বাইরে এসেছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় চীনে আট জন উপসর্গহীন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। যা এর আগের দিনের চেয়ে নয় জন কম।
চীনের এ পর্যন্ত ৯০ হাজার ৭৪৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৪ হাজার ৬৩৬ জন।