হোম > বিশ্ব > চীন

চীনের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৬

চীনে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় সোমবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্প হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিচুয়ান প্রদেশের কাংডিং শহরের প্রায় ৪৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএন জানায়, শক্তিশালী এই ভূমিকম্পে দেশটির দক্ষিণ-পশ্চিমের প্রত্যন্ত অঞ্চলে বহু ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। কিছু এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের আঘাত এতটাই ছিল যে সিচুয়ান প্রদেশের রাজধানী চেংডুতেও তা অনুভূত হয়েছে, যেখানে লাখ লাখ মানুষ কোভিড পরিস্থিতির কারণে চলাচলের বিধিনিষেধের মধ্যে রয়েছে।

প্রাথমিকভাবে দেখা গেছে, সিচুয়ান প্রদেশের বেশ কয়েকটি শহরে ভূমিকম্পে সৃষ্ট পাহাড়ধসের কারণে ঘরবাড়ির গুরুতর ক্ষতি হয়েছে। কিছু এলাকায় টেলিযোগাযোগ লাইনও বিচ্ছিন্ন হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘সিচুয়ান প্রদেশের রাজধানী চেংডু ও চোংকিংয়ে প্রচণ্ড কম্পন অনুভূত হয়েছে।’

চেংডুর এক বাসিন্দা বলেন, ‘আমি প্রচণ্ড কম্পন অনুভব করেছি। আমার বেশ কয়েকজন প্রতিবেশী জানিয়েছেন, তারাও ভূমিকম্পের সময় কম্পন টের পেয়েছেন।’

অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে ভূমিকম্পের ফলে সৃষ্ট পাহাড়ধসের ভয়াবহ দৃশ্য ধরা পড়েছে। চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায় লুডিং কাউন্টির পার্বত্য অঞ্চলে পাহাড়ধসে বড় বড় মাটির চাঁই নেমে আসছে। চারপাশ অন্ধকার হয়ে যাচ্ছে। চীনের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মূল ভূমিকম্পের পর বেশ কয়েকটি কম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে সবচেয়ে কম মাত্রারটি ছিল ৪ দশমিক ৬। উদ্ধারকাজে এরই মধ্যে ১ হাজারের বেশি সৈনিক মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সিচুয়ান প্রদেশ কর্তৃপক্ষ।

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের

চীনে এক সন্তান নীতির প্রবক্তার মৃত্যু, শ্রদ্ধার চেয়ে সমালোচনাই বেশি

নতুন করে শতাধিক আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন: পেন্টাগন

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে