হোম > বিশ্ব > চীন

রাশিয়া থেকে ছাড়ে তেল কিনে বড় মজুত গড়ছে চীন

জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে রেকর্ড করেছে চীন। গত জুন মাসে প্রতিদিন ২০ লাখ ব্যারেল তেল রিজার্ভ করে দেশটি নতুন এই রেকর্ড গড়েছে। আর দেশটির এই তেলের মূল উৎসই ছিল রাশিয়া। দেশটি থেকে বেইজিং অনেক সস্তায় তেল কিনে নিজের ভান্ডার পূর্ণ করে রাখছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

বার্তা সংস্থা রয়টার্সের জ্বালানি বিশেষজ্ঞ ক্লাইড রাসেল জানিয়েছেন, বিগত তিন বছরের মধ্যে গত মাসেই চীন সবচেয়ে বেশি পরিমাণ জ্বালানি তেল মজুত করেছে। তাঁর মতে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই জ্বালানি তেল ব্যবহারকারী দেশটি তেল মজুত করার মধ্য দিয়ে ভবিষ্যতের যেকোনো বিপদ থেকে নিজেদের মুক্ত রাখার উদ্যোগ নিচ্ছে। 

চীন এমন সময়ে এই রিজার্ভ বাড়াচ্ছে, যার কয়েক দিন আগেই সৌদি আরব স্বেচ্ছায় প্রতিদিন ১০ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করার ঘোষণা দিয়েছে। বিপরীতে রাশিয়াও তার ‘উরাল ব্লেন্ড’ জ্বালানি তেল খুব সস্তায় ছেড়ে দিচ্ছে—প্রতি ব্যারেল মাত্র ৬০ ডলারে। 

চীনা কাস্টমস কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুসারে, গত মাসে চীনের তেল আমদানি নতুন একটি রেকর্ড করেছে। অন্য যেকোনো সময়ের তুলনায় ৪৫ দশমিক ৩ গুণ বেড়ে জুন মাসে দেশটি প্রতিদিন গড়ে ১ কোটি ২০ লাখ ৬৭ হাজার ব্যারেল জ্বালানি তেল আমদানি করেছে। জুন মাসে সব জ্বালানি চাহিদা মেটানোর পরও দেশটির মোট রিজার্ভ ছিল ৫ কোটি ২০ লাখ ব্যারেল। 

বিশ্লেষকেরা বলছেন, চীন মূলত এ কাজ করছে দুটি বিবেচনায়। প্রথমটি হলো—যদি কখনো বিশ্ববাজারে তেলের দাম বাড়ে কিংবা সরবরাহ কমে যায়, তখন ঝুঁকিমুক্ত থাকা এবং দ্বিতীয়ত, প্রয়োজন অনুসারে কখনো কখনো বাজারে মজুতকৃত তেল ছেড়ে দিয়ে মূল্য নিয়ন্ত্রণ করা। 

চীন কেবল জ্বালানি তেল কিনেই ক্ষান্ত হয়নি। দেশটি তাদের জ্বালানি তেল পরিশোধনের ব্যবস্থাকেও শক্তিশালী করেছে। গত জুন মাসে দেশটি ১ কোটি ৪০ লাখ ৮৩ হাজার ব্যারেল তেল পরিশোধন করেছে।

কোয়ান্টাম প্রযুক্তি কাজে লাগিয়ে ১০টির বেশি অত্যাধুনিক অস্ত্র নির্মাণ করছে চীন

যুক্তরাষ্ট্রের মতো তাইওয়ানের নেতাদের তুলে নিতে পারবে কি চীন

তাইওয়ান নিয়ে চীন কী করবে সেটা সির ব্যাপার: ট্রাম্প

‘রোমান্স ফ্রড বিলিয়নিয়ার’ চেন ঝিকে হাতে পেল চীন

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা তেল চুক্তিতে ক্ষুব্ধ চীন, কমেছে তেলের দাম

শীতলতা কাটিয়ে উষ্ণ হচ্ছে বেইজিং-সিউল সম্পর্ক, ৪৪ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর

জন্মহার বাড়াতে নতুন কৌশল—কনডমসহ জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর দাম বাড়াল চীন

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন