চীনের তিয়েনজিন শহরে আজ সোমবার মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ভেন্ডি শেরম্যান ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আলোচনায় বসবেন। তাঁরা বাণিজ্য, মানবাধিকার, সামরিক, সাইবার নিরাপত্তা ইত্যাদি বিষয়ে আলাপ করবেন। কিন্তু সফরের আগে উভয়পক্ষকে তুমুল বাক্যুদ্ধ করতে দেখা গেছে।
রয়টার্সের প্রতিবেদন, শনিবার এক শীর্ষ মার্কিন কর্মকর্তা বলেন, দায়িত্বশীল সম্পর্কের জন্য যথেষ্ট সক্ষমতা এবং পরিমিতিবোধ লাগে। যুক্তরাষ্ট্র এসব কিছু নিশ্চিত করতে চায়। তাই তিনি (ভেন্ডি) এসব বার্তা নিয়ে সেখানে যাচ্ছেন। যাতে আমরা স্বার্থের দ্বন্দ্ব নিয়ে কড়া ও অনমনীয় কোনো সংঘাতে জড়িয়ে না পড়ি।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন, একই দিন চীনা চেংদুতে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্র অন্যদের সব সময় ছোট ভাবে। কিন্তু তাদের বোঝা উচিত কূটনীতিতে বড়–ছোট বলতে কোনো দেশ নেই। এ সহজ কথা মানতে না চাইলে আন্তর্জাতিক মহলের সহায়তায় যুক্তরাষ্ট্রকে পররাষ্ট্রনীতির একটি ‘সবক দিতে প্রস্তুত’ বেইজিং।