হোম > বিশ্ব > চীন

চীনে ‘প্রেমে পড়ার জন্য’ কলেজশিক্ষার্থীদের এক সপ্তাহের ছুটি

চীনে জন্মহার আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় ভীষণ উদ্বেগের মধ্যে রয়েছে দেশটির সরকার। জন্মহার বাড়ানোর জন্য নানা উদ্যোগও নেওয়া হচ্ছে। এবার সরকারি উদ্যোগের পাশাপাশি জন্মহার বাড়ানোর জন্য সম্প্রতি এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চীনের ৯টি কলেজ।

এনবিসি জানিয়েছে, চীনের ৯টি কলেজশিক্ষার্থীদের ‘প্রেমে পড়ার জন্য’ চলতি এপ্রিল মাসে এক সপ্তাহের ছুটি দিয়েছে। কলেজগুলো পরিচালনা করে ফ্যান মেই এডুকেশন গ্রুপ নামের একটি সংস্থা। গ্রুপটির নিয়ন্ত্রণাধীন অন্যতম একটি কলেজ মিয়ানিয়াং ফ্লাইং ভোকেশনাল কলেজ গত ২১ মার্চ ‘রোমাঞ্চ’কে উপলক্ষ করে বসন্তের ছুটি দেয়। ছুটি শুরু হয়েছে ১ এপ্রিল থেকে। শেষ হবে ৭ এপ্রিল।

মিয়ানিয়াং ফ্লাইং ভোকেশনাল কলেজের ডেপুটি ডিন লিয়াং গুওহুই এক বিবৃতিতে বলেছেন, ‘আমি আশা করি, শিক্ষার্থীরা সবুজ পানি ও সবুজ পাহাড় দেখতে যেতে পারবে। তারা বসন্তের সৌন্দর্য উপভোগ করতে পারবে। এতে শিক্ষার্থীদের সামনে এক নতুন দিগন্তই উন্মোচিত হবে না, বরং শ্রেণিকক্ষে পাঠদানের বিষয়বস্তুকে আরও সমৃদ্ধ করবে।’

লিয়াং গুওহুই আরও বলেন, ‘আমরা আশা করি, শিক্ষার্থীরা এই ছুটির সময়ে প্রকৃতিকে ভালোবাসতে শিখতে পারবে, জীবনকে ভালোবাসবে এবং ভালোবাসা উপভোগ করবে।’

এই সময়ে শিক্ষার্থীদের হোমওয়ার্কও করতে হবে। হোমওয়ার্কের মধ্যে রয়েছে ডায়েরি লেখা, ব্যক্তিগত উন্নয়নের ট্র্যাক রাখা ও ভ্রমণের ভিডিও তৈরি করা।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটির কারণে শিক্ষার্থীরা যাতে পড়াশোনা থেকে পিছিয়ে না পড়ে, সে জন্য পরবর্তীকালে অতিরিক্ত ক্লাস নিয়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেওয়া হবে। এ জন্য এখন শিক্ষার্থীদের প্রেম বিষয়ে মনোযোগী হতে বলা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, চীনে জন্মহার অত্যধিক কমে যাওয়ার কারণে এবারের ছুটির থিম হিসেবে ‘ভালোবাসা’কে বেছে নেওয়া হয়েছে। চীন সরকার জনসংখ্যা বাড়ানোর প্রয়োজনে তরুণ প্রজন্মকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করে যাচ্ছে।

জন্মহার বাড়াতে নতুন কৌশল—কনডমসহ জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর দাম বাড়াল চীন

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের

চীনে এক সন্তান নীতির প্রবক্তার মৃত্যু, শ্রদ্ধার চেয়ে সমালোচনাই বেশি

নতুন করে শতাধিক আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন: পেন্টাগন

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে