হোম > বিশ্ব > চীন

চীনের শিয়ানে করোনার হানা, লকডাউনেও কমছে না সংক্রমণ

এক কোটি ৩০ লাখ বাসিন্দার শহর চীনের শিয়ান। শিয়ান শহরে এক সপ্তাহ ধরে লকডাউন চললেও সেখানে করোনা সংক্রমণের হার এখনো ঊর্ধ্বমুখী। যেখানে গোটা চীনেই গতকাল মঙ্গলবার ১৫২ জন করোনা শনাক্ত হয়েছেন সেখানে শুধু শিয়ানেই শনাক্ত হয়েছেন ১৫১ জন।

আজ বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি ডিসেম্বর মাসের ৯ থেকে ২৮ তারিখের মধ্যে শিয়ান শহরে প্রায় ১ হাজার মানুষ করোনায় শনাক্ত হয়েছেন। তবে কেউ ওমিক্রন শনাক্ত হয়েছেন এমন কোনো তথ্য পাওয়া যায়নি। 

বিশ্বের অনেক এলাকার তুলনায় শিয়ানে করোনা সংক্রমণ কম হলেও কর্তৃপক্ষ বেশ সতর্ক অবস্থানে রয়েছে। আগামী ২৩ ডিসেম্বর থেকে শহরের ভেতরে ভ্রমণ ও শহর ছেড়ে যাওয়ার ওপর কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। 

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৮ কোটি ৩২ লাখ ৯৮ হাজার ৩৯৫ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ লাখ ৩৩ হাজার ৫৫৫ জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫ কোটি ১৯ লাখ ৮৯ হাজার ৮০৮ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

যুক্তরাষ্ট্রের মতো তাইওয়ানের নেতাদের তুলে নিতে পারবে কি চীন

তাইওয়ান নিয়ে চীন কী করবে সেটা সির ব্যাপার: ট্রাম্প

‘রোমান্স ফ্রড বিলিয়নিয়ার’ চেন ঝিকে হাতে পেল চীন

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা তেল চুক্তিতে ক্ষুব্ধ চীন, কমেছে তেলের দাম

শীতলতা কাটিয়ে উষ্ণ হচ্ছে বেইজিং-সিউল সম্পর্ক, ৪৪ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর

জন্মহার বাড়াতে নতুন কৌশল—কনডমসহ জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর দাম বাড়াল চীন

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের