হোম > বিশ্ব > চীন

ফিলিপাইনকে ‘আগুন নিয়ে খেলতে নিষেধ করল’ চীন

তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট লাই চিং–তে–কে অভিনন্দন জানানোয় ফিলিপাইনকে ‘আগুন নিয়ে খেলতে নিষেধ করে’ হুঁশিয়ারি দিয়েছে চীন। আজ মঙ্গলবার বেইজিংয়ে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ফিলিপাইনের প্রেসিডেন্ট ফারদিনান্দ মার্কোস জুনিয়র গতকাল সোমবার তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানান। 

মার্কোস লাইকে তাইওয়ানের আগামী প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করার বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, চীন এই মন্তব্যে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে এবং দৃঢ়ভাবে বিরোধিতা করছে। 

মাও নিং বলেন, প্রেসিডেন্ট মার্কোসের এ ধরনের বক্তব্য এক চীন নীতির গুরুতর লঙ্ঘন এবং চীনকে দেওয়া ফিলিপাইনের রাজনৈতিক প্রতিশ্রুতিগুলোর লঙ্ঘন ও চীনের অভ্যন্তরীণ বিষয়ে স্থূল হস্তক্ষেপ। চীন ফিলিপাইনের এমন বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং এর দায়িত্বশীল ব্যাখ্যার জন্য রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে। 

তিনি আরও বলেন, ‘তাইওয়ানের বিষয়ে ভালো করে বোঝার জন্য এবং উপসংহার টানার জন্য আমরা প্রেসিডেন্ট মার্কোসকে আরও বই পড়ার পরামর্শ দিচ্ছি।’ 

এর আগে আজ ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ‘এক চীন নীতি’র প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে। মার্কোসের বার্তাটির উদ্দেশ্য ছিল গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপরাষ্ট্রটিতে ২ লাখ প্রবাসী ফিলিপিনো শ্রমিকসহ (ওএফডব্লিউ) ফিলিপাইন এবং তাইওয়ানের ‘পারস্পরিক স্বার্থের’ স্বীকৃতি দেওয়া। 

বিবৃতিতে বলা হয়, ‘তিনি আমাদের ওএফডব্লিউ এবং একটি সফল গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের জন্য তাঁদের ধন্যবাদ জানাতে তিনি এই বার্তা দিয়েছেন। এরপরও ফিলিপাইন তাদের এক চীন নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছে।’ 

বেইজিংয়ের এ ক্ষোভ সমুদ্রসীমা নিয়ে ফিলিপাইন ও চীনের চলমান দ্বন্দ্বের মধ্যে নতুন মাত্রা যোগ করল। যুক্তরাষ্ট্রের সঙ্গে নানা উপায়ে সম্পর্ক দৃঢ় করার চেষ্টা চালাচ্ছে ফিলিপাইন। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিপাইনের সামরিক ঘাঁটি ব্যবহারের চুক্তিও করেছে দেশটি।

জন্মহার বাড়াতে নতুন কৌশল—কনডমসহ জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর দাম বাড়াল চীন

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের

চীনে এক সন্তান নীতির প্রবক্তার মৃত্যু, শ্রদ্ধার চেয়ে সমালোচনাই বেশি

নতুন করে শতাধিক আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন: পেন্টাগন

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে