হোম > বিশ্ব > চীন

হংকংয়ের বিমানবন্দরে চলন্ত বিমানের সামনে পড়ে গেলেন কর্মী, অতঃপর...

হংকং বিমানবন্দরে ট্রাক থেকে চলন্ত বিমানের সামনে পড়ে গিয়ে এক কর্মী নিহত হয়েছেন। স্থানীয় সময় আজ মঙ্গলবার সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে। হংকং বিমানবন্দরে এমন দুর্ঘটনা বিরল। ৩৪ বছর বয়স্ক ওই কর্মী জর্ডানের নাগরিক। তাঁর নাম এখনো জানা যায়নি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

হংকং পুলিশ জানিয়েছে, ৩৪ বছরের ওই কর্মী দুই সিটের একটি ট্রাকে করে রানওয়ে ধরে যাচ্ছিল। তিনি চালকের পাশের সিটে বসে ছিলেন। বেপরোয়া গাড়ি চালানোর ফলে ওই ব্যক্তি গাড়ি থেকে চলন্ত একটি বিমানের সামনে পড়ে যান। সে সময় বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হচ্ছিল। 

আজ মঙ্গলবার সকালের দিকে বিমানবন্দরের জরুরি বিভাগের কর্মীরা ওই ব্যক্তিকে ট্যাক্সিওয়েতে পড়ে থাকতে দেখেন গুরুতর আহত অবস্থায়। পরে সেখানে চিকিৎসক ডেকে আনা হলেও ঘটনাস্থলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। 

হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জর্ডানের নাগরিক ওই ব্যক্তি চীনা এয়ারক্রাফট সার্ভিসেসের গ্রাউন্ড সাপোর্ট অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের কর্মী ছিলেন। বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, সন্দেহ করা হচ্ছে, গাড়িতে থাকা কর্মী দুজন সিট বেল্ট না বেঁধেই চালাচ্ছিলেন। 

পুলিশ জানিয়েছে, ৬০ বছর বয়সী গাড়িচালককে বিপজ্জনক ড্রাইভিংয়ের সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।

কোয়ান্টাম প্রযুক্তি কাজে লাগিয়ে ১০টির বেশি অত্যাধুনিক অস্ত্র নির্মাণ করছে চীন

যুক্তরাষ্ট্রের মতো তাইওয়ানের নেতাদের তুলে নিতে পারবে কি চীন

তাইওয়ান নিয়ে চীন কী করবে সেটা সির ব্যাপার: ট্রাম্প

‘রোমান্স ফ্রড বিলিয়নিয়ার’ চেন ঝিকে হাতে পেল চীন

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা তেল চুক্তিতে ক্ষুব্ধ চীন, কমেছে তেলের দাম

শীতলতা কাটিয়ে উষ্ণ হচ্ছে বেইজিং-সিউল সম্পর্ক, ৪৪ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর

জন্মহার বাড়াতে নতুন কৌশল—কনডমসহ জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর দাম বাড়াল চীন

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন