হোম > বিশ্ব > চীন

জাতীয় নিরাপত্তা আইনে হংকংয়ে প্রথম সাজা

চীন আরোপিত হংকংয়ের বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনে প্রথমবারের মত দোষী সাব্যস্ত করে নয় বছরের সাজা দেওয়া হয়েছে এক বিক্ষোভকারীকে। সাজাপ্রাপ্ত সেই বিক্ষোভকারীর নাম লিও টং ইং–কিট। আজ শুক্রবার চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ২৪ বছর বয়সী টং ইং–কিট সাম্প্রতিক সময়ে সরকার বিরোধী একটি বিক্ষোভে একটি বড় কালো ব্যানার বহন করছিলেন। আর এই ব্যানারে লেখা ছিল সরকার বিরোধী জনপ্রিয় স্লোগান–‘হংকংকে মুক্ত করাই আমাদের বিপ্লব।’

এ ছাড়া গত বছর নিজের মোটরসাইকেলটি পুলিশ কর্মকর্তাদের ওপর তুলে দিয়েছিলেন ইং–কিট। এতে তিন পুলিশ আহত হয়েছিলেন। প্রমাণিত সব অভিযোগের সাজা এক করে মোট ৯ বছর জেলে থাকতে হবে হংকংয়ের এই তরুণ বিপ্লবীকে। 

সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, পুলিশের ওপর মোটরসাইকেল তুলে দেওয়ার ঘটনায় লিও টং ইং–কিট সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এ জন্য তাঁকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে সম্পৃক্ত থাকায় দেওয়া হয়েছে সাড়ে ছয় বছরের কারাদণ্ড। তবে দুই অপরাধে তিনি সাড়ে পাঁচ বছর একটানা কারাভোগ করবেন বলে সন্ত্রাসবাদের অভিযোগে তাঁকে বাড়তি আড়াই বছর কারাভোগ করতে হবে। সব মিলিয়ে তিনি নয় বছর কারাভোগ করবেন। একই সঙ্গে তাঁর গাড়ি চালানোয় ১০ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, টং ইং–কিট গত বছরের ১ জুলাই থেকে বিচ্ছিন্নতাবাদে যুক্ত থাকার অপরাধে কারাভোগ করছেন। 

এ সম্পর্কিত রায়ে আদালত বলেন, অভিযুক্ত একাই এমন বিচ্ছিন্নতাবাদী স্লোগান সংবলিত পতাকা বহন করেননি। সেখানে আরও অজস্র লোক ছিল। কিন্তু তিনি এমনভাবে এই পতাকা নিয়ে একের পর এক পুলিশ চেকপোস্ট ডিঙিয়েছেন যে, তা অনেকের নজর কেড়েছে। ফলে তাঁর দেওয়া এ স্লোগান চারপাশে ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।’

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে

হংকংয়ে অগ্নিকাণ্ড: বিতর্কের কেন্দ্রে ভবন নির্মাণে ঐতিহ্যবাহী বাঁশের মাচা

হংকংয়ের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ১২৮

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৯৪

হংকংয়ের অগ্নিকাণ্ডটি ১০৭ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ, নিহত বেড়ে ৬৫

হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুনে নিহত বেড়ে ৪৪, এখনো নিখোঁজ ২৭৯

‘দায়িত্বজ্ঞানহীন’ পর্যটকের মোমবাতির আগুনে পুড়ল মন্দির

যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে আসছে চীনের অত্যাধুনিক বিমানবাহী রণতরি ‘ফুজিয়ান’