হোম > বিশ্ব > চীন

দম্পতিরা সন্তান নিতে কেন ভয় পায়, জানতে জরিপ চালাচ্ছে চীন 

সন্তান লালন-পালন ও সন্তান জন্মদানের বিষয়ে দম্পতিদের মনোভাব কী, তারা কেন ভয় পান এসব বিষয়ে—তা জানতে একটি জরিপ পরিচালনা করবে চীন। দেশটির ন্যাশনাল হেলথ কমিশন (এনএইচসি) এই জরিপ পরিচালনা করবে। গত বৃহস্পতিবার প্রকাশিত চীনা রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

চীনসহ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশেই তরুণদের মধ্যে সন্তান জন্মদানের ব্যাপারে অনাগ্রহ দেখা গেছে। দেশগুলো দ্রুতই বুড়োদের দেশে পরিণত হতে যাচ্ছে। দক্ষিণ কোরিয়া, জাপান এবং চীন জন্মহার বাড়াতে নানা উদ্যোগ গ্রহণ করলেও তা খুব একটা কাজে আসছে না। এই অবস্থার পরিপ্রেক্ষিতে এই জরিপের ঘোষণা দিল চীন। 

ন্যাশনাল হেলথ কমিশনের আওতাভুক্ত চায়না পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার জানিয়েছে, তারা বিশ্বের ১৫০টি দেশের দেড় হাজার সম্প্রদায়ের অন্তত ৩০ হাজার মানুষের ওপর এই জরিপ পরিচালনা করতে চায়। তবে কবে নাগাদ এই জরিপ শুরু হবে সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য জানা যায়নি। 

গত বছর অর্থাৎ, ২০২৩ সালে চীনে টানা দ্বিতীয় বছরের মতো জনসংখ্যা হ্রাস পায়। এর পর থেকেই বেইজিং দেশটির তরুণ দম্পতিদের সন্তান ধারণে উৎসাহিত করার চেষ্টা করছে। এই জরিপের লক্ষ্য ‘সন্তান জন্মদানের বিষয়ে দম্পতির অনিচ্ছা এবং ভয়’ বিশ্লেষণ করা এবং শেষ পর্যন্ত ‘প্রজনন উর্বরতায় সহায়তা এবং প্রণোদনা ব্যবস্থা প্রদান করা’। 

এর আগে, ২০২১ সালে চীনে দেশব্যাপী পরিবার ও প্রজনন উর্বরতা সমীক্ষা চালানো হয়েছিল। চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস বলেছে, তারা ১০ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী একটি নমুনা জরিপ পরিচালনা করবে। যাতে জনমিতিক পরিবর্তনের বিষয়টি পর্যবেক্ষণ করা সম্ভব হয়।

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে

হংকংয়ে অগ্নিকাণ্ড: বিতর্কের কেন্দ্রে ভবন নির্মাণে ঐতিহ্যবাহী বাঁশের মাচা

হংকংয়ের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ১২৮

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৯৪

হংকংয়ের অগ্নিকাণ্ডটি ১০৭ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ, নিহত বেড়ে ৬৫

হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুনে নিহত বেড়ে ৪৪, এখনো নিখোঁজ ২৭৯

‘দায়িত্বজ্ঞানহীন’ পর্যটকের মোমবাতির আগুনে পুড়ল মন্দির

যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে আসছে চীনের অত্যাধুনিক বিমানবাহী রণতরি ‘ফুজিয়ান’

আটকে গেল ৩ চীনা নভোচারীর পৃথিবীতে ফেরা