হোম > বিশ্ব > চীন

মোহে শহরের তাপমাত্রা মাইনাস ৫৩ ডিগ্রি, চীনের ইতিহাসে সর্বনিম্ন

চীনের উত্তরাঞ্চলীয় শহর মোহেতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শহরটিতে স্থানীয় সময় রোববার সকাল ৭টায় মাইনাস ৫৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া স্টেশন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মোহে শহরটি ‘চীনের উত্তর মেরু’ নামে পরিচিত। এটি রুশ সীমান্তের কাছে হেইলংজিয়াং প্রদেশে অবস্থিত। এর আগে ১৯৬৯ সালে একবার এই শহরের তাপমাত্রা মাইনাস ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল। তবে ২০০৯ সালের ডিসেম্বরে চীনের গেনহে শহরে সর্বনিম্ন মাইনাস ৫৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

স্থানীয় সংবাদমাধ্যম চায়না ডেইলি বলেছে, মোহে চীনের সবচেয়ে ঠান্ডা আবহাওয়ার শহর হিসেবে পরিচিত। এই শহরে শীতকাল সাধারণত আট মাস স্থায়ী হয়। শহরটিতে রয়েছে বরফ ও তুষার পার্ক। এটি পর্যটকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়। গত কয়েক বছর ধরে এখানে শীতকালীন ম্যারাথনের আয়োজন করা হচ্ছে। অন্যান্য বছর এই সময়ে মোহের গড় তাপমাত্রা সাধারণত মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াস থাকে।

সম্প্রতি তাপমাত্রা কমে যাওয়ার কারণে গত সপ্তাহে চীনের আবহাওয়া অফিস এ অঞ্চলে সতর্কতা জারি করেছে। চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, গত শুক্রবার থেকে টানা তিন দিন মোহের তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি ছিল। এরপর চতুর্থ দিনে তা মাইনাস ৫৩ ডিগ্রিতে নেমে যায়। এটিকে নজিরবিহীন বলছে আবহাওয়া অফিস।

এদিকে তীব্র শীত থেকে বাঁচতে মানুষ প্রচুর কয়লা ব্যবহার করছে। বেইজিং নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শহরে কয়লার ব্যবহার এক-তৃতীয়াংশ বেড়েছে। স্থানীয় একজন বাসিন্দা বলেছেন, তিনি ঘরের বাইরে পা রাখার ১০ সেকেন্ডর মধ্যে হাত-পা অসাড় হয়ে গিয়েছিল। মাত্র ১০০ মিটার দূরেরও কিছু দেখা যাচ্ছিল না।

গত বছরেও চীনে তীব্র শীত দেখা গিয়েছিল। আবার গরমের সময়েও তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে উঠে যাচ্ছে। বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, গত ৬০ বছরের মধ্যে চীনে সবচেয়ে উষ্ণ গ্রীষ্মকাল রেকর্ড করা হয়েছে। পরিবেশবিদেরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই এসব অসামঞ্জস্যতা দেখা দিচ্ছে। 

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে

হংকংয়ে অগ্নিকাণ্ড: বিতর্কের কেন্দ্রে ভবন নির্মাণে ঐতিহ্যবাহী বাঁশের মাচা

হংকংয়ের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ১২৮

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৯৪

হংকংয়ের অগ্নিকাণ্ডটি ১০৭ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ, নিহত বেড়ে ৬৫

হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুনে নিহত বেড়ে ৪৪, এখনো নিখোঁজ ২৭৯

‘দায়িত্বজ্ঞানহীন’ পর্যটকের মোমবাতির আগুনে পুড়ল মন্দির