হোম > বিশ্ব > চীন

করোনার উৎস জানতে নগদ অর্থ পুরস্কারের ঘোষণা চীনের 

করোনার উৎস জানতে নগদ অর্থ পুরস্কার ঘোষণা করেছে চীনের একটি শহর। সেখানে সম্প্রতি করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

চীনে আজ মঙ্গলবারও ৪৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটির প্রায় ২০টি প্রদেশে ছড়িয়ে পড়েছে করোনার অতি সংক্রামক ধরন ডেলটা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ান সীমান্তবর্তী হেইহে শহর কর্তৃপক্ষ করোনার উৎস জানার জন্য এক লাখ ইউয়ান বা সাড়ে ১৫ হাজার ডলার নগদ অর্থ পুরস্কার হিসেবে ঘোষণা করেছে। 

একটি বিবৃতিতে স্থানীয় সরকারের পক্ষ থেকে বলা হয়,  যত তাড়াতাড়ি সম্ভব এই ভাইরাসের প্রাদুর্ভাবের উৎস উদ্‌ঘাটন করতে এবং সংক্রমণের শৃঙ্খল খুঁজে বের করতে হবে।  

কর্মকর্তারা বলেছেন যে চোরাচালান, অবৈধ শিকার এবং আন্তসীমান্ত মাছ ধরার ঘটনাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। পাশাপাশি  যারা অনলাইনে আমদানি করা পণ্য কিনেছেন তাদেরকে অবশ্যই করাতে হবে।  

চীনে করোনার সংক্রমণ বাড়ায় লাখ লাখ মানুষকে লকডাউনে রাখা হয়েছে। এ ছাড়া অভ্যন্তরীণ ভ্রমণেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। 

এমন পরিস্থিতিতে ইউনিভার্সিটি অব হংকংয়ের অধ্যক্ষ গুয়ান ইয়ি চীনা ভ্যাকসিনের কার্যকারিতা আরও ভালোভাবে পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন। 

তিনি বলেন, করোনার সংক্রমণ বন্ধ করতে অন্ধভাবে বুস্টার ডোজ নেওয়া উচিত নয়। চীনে নিউক্লিয়ার অ্যাসিড টেস্ট না করে অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে টিকার কার্যকারিতা দেখার পরামর্শ দিয়েছেন ইয়ি।

চীনে পাঁচটি ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়েছে। এর সবগুলোর কার্যকারিতা ৫০ থেকে ৭৯ শতাংশ। তবে যুক্তরাষ্ট্রে তৈরি ফাইজার এবং মডার্নার টিকা কার্যকারিতা চীনা টিকার চেয়ে অনেক বেশি। 

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের

চীনে এক সন্তান নীতির প্রবক্তার মৃত্যু, শ্রদ্ধার চেয়ে সমালোচনাই বেশি

নতুন করে শতাধিক আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন: পেন্টাগন

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে