হোম > বিশ্ব > চীন

জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেওয়ার অধিকার কারও নেই: চীন

রাশিয়াকে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ এর ‘গুরুত্বপূর্ণ’ সদস্য হিসেবে আখ্যা দিয়েছে চীন। জানিয়েছে, রাশিয়াকে জোট থেকে বাদ দেওয়ার অধিকার জোটভুক্ত কোনো দেশের নেই। বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ওয়াশিংটন জি-২০ থেকে মস্কোকে বাদ দেওয়ার সম্ভাবনা উত্থাপনের পরে বেইজিং এই প্রতিক্রিয়া জানাল। বিশেষজ্ঞদের ধারণা, চীন এর মাধ্যমে ইউক্রেনে আক্রমণের কারণে অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে পড়া রাশিয়াকে কূটনৈতিক সুরক্ষা প্রদান করেছে। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সাংবাদিকদের বলেছেন, ‘জি-২০ আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার অন্যতম প্রধান ফোরাম। রাশিয়া এর গুরুত্বপূর্ণ সদস্য এবং কোনো সদস্যের অন্য সদস্যকে বহিষ্কার করার অধিকার নেই।’ 

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেইজিং সফরের পর দুই দেশের নেতারা তাঁদের মধ্যকার সম্পর্ককে ‘সীমাহীন’ বলে ঘোষণা করেছেন।

এ দিকে, চীনের এই অবস্থানের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেছেন, ‘জি-২০ প্রশ্নে আমি শুধু এটাই বলব—আমরা বিশ্বাস করি যে, এটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য স্বাভাবিক ব্যবসায়িক লেনদেনের জন্য রাশিয়া আদর্শ কোনো জায়গা হতে পারে না।’

যুক্তরাষ্ট্রের মতো তাইওয়ানের নেতাদের তুলে নিতে পারবে কি চীন

তাইওয়ান নিয়ে চীন কী করবে সেটা সির ব্যাপার: ট্রাম্প

‘রোমান্স ফ্রড বিলিয়নিয়ার’ চেন ঝিকে হাতে পেল চীন

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা তেল চুক্তিতে ক্ষুব্ধ চীন, কমেছে তেলের দাম

শীতলতা কাটিয়ে উষ্ণ হচ্ছে বেইজিং-সিউল সম্পর্ক, ৪৪ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর

জন্মহার বাড়াতে নতুন কৌশল—কনডমসহ জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর দাম বাড়াল চীন

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের