হোম > বিশ্ব > চীন

চীনে কয়লাখনির অফিসে অগ্নিকাণ্ডে নিহত ২৫, আহত ৫১ 

চীনে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে আরও অন্তত ৫১ জনকে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার দেশটির শানজি প্রদেশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের পৃথক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘এখন পর্যন্ত ১১ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে এবং হতাহতের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’ প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘ভবনটি থেকে সব মিলিয়ে ৬৩ জনকে সরিয়ে নেওয়া হয়েছে, যাদের মধ্যে অন্তত ৫১ জনকে লুলিয়াং ফার্স্ট পিপল হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।’

এই প্রতিবেদন প্রকাশের পরপরই অগ্নিকাণ্ডে নিহত বেড়ে দাঁড়ায় ২৫।

চীনের রাষ্ট্রায়ত্ত ওই সংবাদমাধ্যম জানিয়েছে, চার তলাবিশিষ্ট ওই ভবন শানজি প্রদেশের লিশি জেলায় অবস্থিত। ভবনটি ইয়ংজু নামে একটি কয়লাখনির মালিকানা প্রতিষ্ঠানের। স্থানীয় সময় সকাল ৬টা ৫০ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।’

সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ‘এই প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকাজ চলছে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। কারণ জানতে তদন্ত চলছে।’

চীনে শিল্প এলাকায় এমন দুর্ঘটনা খুব একটা বিরল নয়, বরং নিয়মিত ঘটনা। এসব দুর্ঘটনার মূল কারণ দুর্বল অবকাঠামো ও শিথিল আইন প্রয়োগ।

এর আগে চলতি বছরের জুলাইয়ে একটি স্কুলের ব্যায়ামাগারের ছাদ ভেঙে পড়লে ১১ জনের মৃত্যু হয়। তার ঠিক আগের মাসে একটি বারবিকিউ রেস্তোরাঁয় বিস্ফোরণের ঘটনায় ৩১ জন নিহত হয়। চলতি বছরের এপ্রিলে বেইজিংয়ের এক হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৯ জনের মৃত্যু হয়। তবে নিকট ইতিহাসে চীনে সবচেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে ২০১৫ সালে। সে বছর তিয়ানজিনে একটি রাসায়নিক কারখানার গুদামে অগ্নিকাণ্ডে অন্তত ১৬৫ জন নিহত হয়।

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে

হংকংয়ে অগ্নিকাণ্ড: বিতর্কের কেন্দ্রে ভবন নির্মাণে ঐতিহ্যবাহী বাঁশের মাচা

হংকংয়ের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ১২৮

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৯৪

হংকংয়ের অগ্নিকাণ্ডটি ১০৭ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ, নিহত বেড়ে ৬৫

হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুনে নিহত বেড়ে ৪৪, এখনো নিখোঁজ ২৭৯

‘দায়িত্বজ্ঞানহীন’ পর্যটকের মোমবাতির আগুনে পুড়ল মন্দির

যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে আসছে চীনের অত্যাধুনিক বিমানবাহী রণতরি ‘ফুজিয়ান’