জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রতিশ্রুতির অংশ হিসেবে বিদেশে নতুন করে আর কোনো কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন না করার সিদ্ধান্ত নিয়েছে চীন। জাতিসংঘের ৭৬ তম সাধারণ পরিষদের অধিবেশনে গত মঙ্গলবার এ কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সি চিন পিং।
এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি শি। তবে চীনের এই পদক্ষেপ উন্নয়নশীল বিশ্বে কয়লাভিত্তিক প্রকল্পগুলোতে অর্থায়নকে উল্লেখযোগ্যভাবে সীমিত করতে পারে।
বিদেশে কয়লাভিত্তিক প্রকল্পে অর্থায়ন বন্ধ করার জন্য দীর্ঘদিন ধরেই কূটনৈতিক চাপের মধ্যে রয়েছে চীন। কারণ এটি কার্বন নিঃসরণ কমাতে প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্য পূরণের পথকে সহজ করে তুলতে পারে।
এর আগে চলতি বছরের শুরুতে একই ধরনের পদক্ষেপ নেয় জাপান এবং দক্ষিণ কোরিয়াও।