আঞ্চলিক সমস্যা থেকে সবার নজর এড়াতে চীনকে একটি ‘কাল্পনিক শত্রু’ হিসেবে দেখছে মার্কিন যুক্তরাষ্ট্র। গতকাল যুক্তরাষ্ট্রের সফররত উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যানের সঙ্গে চীনা কর্মকর্তাদের অনুষ্ঠিত বৈঠকে এ মন্তব্য করেছেন চীনের একজন কূটনীতিক। চীনকে দমন করার জন্য মার্কিনিদের মধ্যে এ ভাবনা বিরাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ‘চীনকে একটি “কাল্পনিক শত্রু” হিসেবে প্রতিষ্ঠিত করে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের জাতীয় উদ্দেশ্যবোধকে পুনরুজ্জীবিত করতে চায়’ চীনের উপপররাষ্ট্রমন্ত্রী জেই ফেং এ মন্তব্য করেছেন বলে জানায় দেশটির একটি রাষ্ট্রীয় টিভি চ্যানেল।
বিশ্বের অন্যতম দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে টানাপোড়েন চলছেই। করোনা ছাড়াও বিভিন্ন ইস্যু নিয়ে ওয়াশিংটন-বেইজিং সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে আলোচনা করতে গত রোববার চীন সফরে যান মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান। চীনের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তাঁর আলোচনা চলমান।