হোম > বিশ্ব > চীন

মানবাধিকার প্রতিবেদনের প্রতিক্রিয়ায় জাতিসংঘকে ‘ঠগ’ বলল চীন 

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলে উইঘুর ও অন্যান্য মুসলিম সংখ্যালঘু অঞ্চলে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ সংঘটিত হয়ে থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রতিবেদনে। চীন এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে জাতিসংঘকে ‘ঠগ’ বলে আখ্যা দিয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, চীন জাতিসংঘে ‘ঠগ’ আখ্যা দিয়ে বলেছে বৈশ্বিক এই প্রতিষ্ঠানটি ‘ঠগ এবং দিনে দিনে তা যুক্তরাষ্ট্র ও পশ্চিমের দুষ্কর্মের সহযোগী হয়ে উঠছে। একই সঙ্গে দেশটি এই প্রতিবেদনকে ‘রাজনৈতিক হাতিয়ার’ বলেও উল্লেখ করেছে। দেশটির দাবি এই হাতিয়ার ব্যবহার করে চীনকে রুখতে চায় পশ্চিম। 

এই প্রতিবেদনে বলা হয়েছে, ‘উইঘুর ও অন্যান্য মুসলিম গোষ্ঠীর সদস্যদের বৈষম্যমূলক আটকের পরিমাণ আন্তর্জাতিক অপরাধ বিশেষ করে মানবতার বিরুদ্ধে অপরাধ গঠন করতে পারে।’ প্রতিবেদনে আরও বলা হয়েছে, চীন সরকারের ‘সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমন’ কৌশল প্রয়োগের প্রেক্ষাপটে জিনজিয়াং অঞ্চলে গুরুতর মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। 

তবে চীন এই প্রতিবেদনের জবাবে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, ‘আপনাদের উল্লেখ করা তথাকথিত সমালোচনামূলক প্রতিবেদনটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিছু পশ্চিমাদের দ্বারা পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। এটি সম্পূর্ণ অবৈধ এবং অবৈধ। প্রতিবেদনটি ভুল তথ্যের এক জগাখিচুড়ি এবং এটি জিনজিয়াংকে ব্যবহার করে চীনকে নিয়ন্ত্রণের রাজনৈতিক হাতিয়ার যা পশ্চিমা কৌশলের অংশ হিসাবে কাজ করছে।’

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে

হংকংয়ে অগ্নিকাণ্ড: বিতর্কের কেন্দ্রে ভবন নির্মাণে ঐতিহ্যবাহী বাঁশের মাচা

হংকংয়ের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ১২৮

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৯৪

হংকংয়ের অগ্নিকাণ্ডটি ১০৭ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ, নিহত বেড়ে ৬৫

হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুনে নিহত বেড়ে ৪৪, এখনো নিখোঁজ ২৭৯

‘দায়িত্বজ্ঞানহীন’ পর্যটকের মোমবাতির আগুনে পুড়ল মন্দির