হোম > বিশ্ব > এশিয়া

ভূমিকম্পে পাকিস্তান ও আফগানিস্তানে ১২ জনের প্রাণহানি

আফগানিস্তান, পাকিস্তান ও ভারতজুড়ে মঙ্গলবার রাতে হয়ে যাওয়া ভূমিকম্পে এখন পর্যন্ত ১২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে পাকিস্তানে ৯ জন ও আফগানিস্তানে ৩ জন। বার্তা সংস্থা রয়টার্স, আল জাজিরা, এএফপি ও ডন সূত্রে এসব খবর পাওয়া গেছে।

আজ বুধবার সকালে এক প্রতিবেদনে পাকিস্তানি গণমাধ্যম ‘ডন’ জানিয়েছে, সোয়াত জেলার মাদিয়ান শহরে দেয়াল ধসে একটি মেয়ে নিহত হয়েছে। এ ছাড়া ভূমিকম্পের পর আকস্মিক কার্ডিয়াক অ্যারেস্টের কারণে আরও দুজন মারা গেছেন। এর মধ্যে ইসলামাবাদের একজন এবং অ্যাবোটাবাদে একটি ১৩ বছরের মেয়ে নিহত হয়েছে।

খাইবার পাখতুনখাওয়া (কেপি) মাদিয়ান শহরে মেয়েটির মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন, সোয়াবি জেলার শেখজানা গ্রামে ভূমিকম্পের কারণে বাড়ির ছাদ ধসে পড়ায় পাঁচজন আহত হয়েছেন। আহতদের রাজার তহসিল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেপি পুলিশ জানিয়েছে, সদর থানার সীমানায় মর্দানে একজন আহত হয়েছে । অন্যদিকে, প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সোয়াতের কালাম এলাকায় কারানডুকে সেতুর কাছে ভূমি ধসে পড়ে। এতে বাহরাইন-কালাম সড়ক বন্ধ হয়ে গেছে। কেপি স্বাস্থ্য বিভাগও প্রদেশের সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করেছে এবং এর কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। শফিউল্লাহ গন্ডাপুর নামের এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সোয়াতে প্রায় ১৫০ জন আহত হয়েছে।

ভূমিকম্পটি গিলগিট-বালতিস্তান (জিবি)-এর পার্বত্য অঞ্চলেও ঝাঁকুনি দিয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ভূমিধসের কারণে একটি খামারের গবাদিপশু মারা গেছে। এ ছাড়া ভূমিধসে কোহিস্তানের হারবান এলাকায় কারাকোরাম মহাসড়ক বন্ধ হয়ে গেছে। এতে উভয় পাশে বেশ অনেক লোক আটকা পড়েছে। এ ছাড়া পাকিস্তানের বিভিন্ন শহরে অনেক ভবনে ফাটলের খবরও পাওয়া গেছে।

রয়টার্স সূত্রে আরও জানা গেছে, ভূমিকম্পে আফগানিস্তানের লাঘমান প্রদেশে তিনজন নিহত হয়েছে। দেশটির দুর্যোগ প্রশমন মন্ত্রণালয়ের মুখপাত্র শফিউল্লাহ রহিমি বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার রাতে আল জাজিরার আরেকটি প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাতে পাকিস্তান, ভারত ও আফগানিস্তানজুড়ে ৬ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে আফগানিস্তানের রাজধানী কাবুল, পাকিস্তানের রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, লাহোর, মুলতান, ফয়সালাবাদ, মুজাফ্ফরগড়, মানসেহরা, অ্যাবোটাবাদ, মুজাফফরাবাদ, পেশোয়ার, হরিপুর, মারদান, চিত্রাল, চরসাদ্দা, সোয়াত, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর ও দিল্লি পর্যন্ত কেঁপে ওঠে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিেপর (ইউএসজিএস) বরাতে এএফপি জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৫। ভূমিকম্পটি ১৮৭ কিলোমিটার (১১৬ মাইল) গভীরতায় আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের জুর্ম শহরের ৪০ কিলোমিটার (২৫ মাইল) দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে, যা পাকিস্তান ও তাজিকিস্তানের সীমান্ত নিকটবর্তী। এএফপির প্রতিবেদনে আরও বলা হয়, ভূমিকম্প কমপক্ষে ৩০ সেকেন্ড স্থায়ী ছিল। মানুষ আতঙ্কিত হয়ে বাড়ি থেকে বের হয়ে পড়ে। এদিকে পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে ডন জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮।

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে