ভারতের রাজধানী নয়া দিল্লিতে মুসলিম বিরোধী স্লোগান দেওয়ায় পাঁচজনকে আটক করেছে দিল্লি পুলিশ। গত রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন থেকে কয়েক কিলোমিটার দূরে দিল্লির প্রাণকেন্দ্র যন্তরমন্তরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষমতাসীন দল দিল্লি বিজেপির সাবেক মুখপাত্র ও সুপ্রিম কোর্টের আইনজীবী অশ্বিনী উপাধ্যায়কে আটক করা হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভারতে বিদ্যমান ঔপনিবেশিক আইন বিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়। কিন্তু সমাবেশে থেকে বেশ কয়েকজন মুসলিম বিরোধী স্লোগান দেওয়া শুরু করে। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ছড়িয়ে পড়লে প্রশাসন বাধ্য হয়ে তাদের আটক করে। দিল্লি পুলিশ জানিয়েছে, ভিডিও দেখে স্লোগান দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে।
তবে আটক অশ্বিনী উপ্যাধায় তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। এই দিকে ভারতের মুসলমানরা বলছেন, ২০১৪ সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে মুসলিম বিদ্বেষ ও বৈষম্য বেড়েই চলেছে। গত বছর হিন্দু–মুসলিম দ্বন্দ্বে দিল্লিতে কমপক্ষে ৪০ জন মারা যান। তাদের অধিকাংশই মুসলিম।