হোম > বিশ্ব > এশিয়া

ভক্ত ছিলেন টেন্ডুলকারও, পড়াপানিতে মহামারি ঠেকাবেন বলে মারা গেলেন করোনায়

তিনি বিখ্যাত ওঝা। জখম সারাতে তাঁর কাছ থেকে পড়াপানি নিয়েছে শচীন টেন্ডুলকার, গৌতম গম্ভীর ও আশিস নেহরার মতো সেলিব্রেটি। তিনি শ্রীলঙ্কার বিখ্যাত ওঝা এলিয়ান্থা হোয়াইট। এই ‘অব্যর্থ’ পড়াপানি দিয়েই ঠেকিয়ে দিতে চেয়েছিলেন করোনা মহামারি। কিন্তু নিজেই মারা গেলেন করোনায়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। 

এএফপির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৪৮ বছর বয়সী এলিয়ান্থা হোয়াইট বিশ্বের শীর্ষ ক্রিকেটার এবং শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীসহ শীর্ষ রাজনীতিকদের চিকিৎসা করেছেন। গত নভেম্বরে এলিয়ান্থা হোয়াইট দাবি করেন, শ্রীলঙ্কা এবং ভারতের বিভিন্ন নদীতে পড়া পানি ঢেলে তিনি করোনা মহামারি ঝেঁটিয়ে বিদায় করতে পারবেন। 

 ২০১০ সালে ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার হাঁটুর ইনজুরিতে পড়ার পর চিকিৎসার জন্য এলিয়ান্থার শরণাপন্ন হন। পরে টেন্ডুলকার দাবি করেছিলেন, ওই চিকিৎসার কারণেই তিনি ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ডবল সেঞ্চুরি করতে পেরেছিলেন। এ ছাড়া গৌতম গম্ভীর এবং আশিস নেহরাসহ বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার এলিয়ান্থার কাছে চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়।

এলিয়ান্থার পরিবার জানিয়েছে, টিকা দেওয়ার সুযোগ পেলেও গ্রহণ করেননি তিনি। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় তাঁকে স্বাস্থ্যবিধি মেনে সমাহিত করা হয়েছে।

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী