হোম > বিশ্ব > এশিয়া

দ.কোরিয়ার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি কিমের বোনের

দক্ষিণ কোরিয়া আগে হামলা চালালে দেশটিকে পারমাণবিক অস্ত্র দিয়ে নির্মূল করা হবে বলে হুমকি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। আজ মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর প্রতিবেদনে এমনটি জানানো হয়। 

উত্তর কোরিয়ায় হামলা চালানোর সক্ষমতা নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর আক্রমণাত্মক মন্তব্যের নিন্দা জানিয়ে গত তিন দিনে এ নিয়ে দুবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন কিম ইয়ো জং। 

গত শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী সুহ উক বলেন, তাদের সেনাবাহিনীর কাছে 'উল্লেখযোগ্যভাবে উন্নত' নানা ধরনের ক্ষেপণাস্ত্র আছে, যা উত্তর কোরিয়ার যেকোনো লক্ষ্যবস্তুতে দ্রুত ও নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।

এর জবাবে কিমের বোন বলেন, যদি দক্ষিণ কোরিয়া আমাদের সঙ্গে সামরিক সংঘর্ষের পথ বেছে নেয়, তবে আমাদের পারমাণবিক যুদ্ধবাহিনীকে অনিবার্যভাবে তার দায়িত্ব পালন করতে হবে। 

কিম ইয়ো জং জানান, তার দেশের পারমাণবিক অস্ত্রগুলোর প্রাথমিক মিশন ছিল প্রতিরোধক হিসেবে  কাজ করা। তবে যদি একটি সশস্ত্র সংঘাত শুরু হয়, এই অস্ত্রগুলো শত্রু নির্মূল করার জন্য ব্যবহার করা হবে।

এর আগে রোববার সিউলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেন কিমের বোন কিম ইয়ো জং। 

চলতি বছর নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু করেছে উত্তর কোরিয়া। এর আগে ২০১৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিমের বৈঠকের পর ক্ষেপণাস্ত্র পরীক্ষা সাময়িক বন্ধ রেখেছিল পিয়ংইয়ং। 

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী