হোম > বিশ্ব > এশিয়া

আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। রোববার (২৫ সেপ্টেম্বর) দেশটির পূর্ব উপকূলে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এমন দাবি করছে বলে জানায় বিবিসি।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায়, রোববার উত্তর পিয়ংইয়ং প্রদেশের তাইচন এলাকা থেকে স্থানীয় সময় সকাল ৭টার ঠিক আগে একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। তবে এই ক্ষেপণাস্ত্রের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যৌথ মহড়ায় অংশ নিতে মার্কিন বিমানবাহী রণতরি দক্ষিণ কোরিয়ায় পৌঁছানোর পর এবং সিউলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সফরের আগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের এ ঘটনা ঘটল। একে ‘মারাত্মক উসকানি’ বলছে দক্ষিণ কোরিয়া।

অবশ্য দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আগেই জানিয়েছিল, তার প্রতিবেশী দেশটি একটি সাবমেরিন থেকে উৎক্ষেপণের মাধ্যমে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। তবে উত্তর কোরিয়াকে ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্র পরীক্ষা থেকে নিষিদ্ধ করেছে জাতিসংঘ।

এদিকে জাপানের কোস্ট গার্ডও উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে। পাশাপাশি সাগরে চলাচলরত জাহাজগুলোকে ‘সতর্ক থাকতে’ বলা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি নিজেদের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে বলে মনে করছে কোস্ট গার্ড।

এর আগে শুক্রবার দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে যৌথ মহড়ায় অংশ নিতে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস রোনাল্ড রিগান দক্ষিণ কোরিয়ার বন্দরনগর বুসানে নোঙর করে। এই মহড়া ‘কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে’ অনুষ্ঠিত হবে বলে দাবি দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর।

এ ছাড়া আগামী কয়েক দিনের মধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এই অঞ্চলে ভ্রমণের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়া সফর করবেন। এই সফরে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্যেও অংশ নেওয়ার কথা রয়েছে কমলা হ্যারিসের।

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত