হোম > বিশ্ব > এশিয়া

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরদিনই সিউল সফরে কমলা

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরদিনই দক্ষিণ কোরিয়া সফরে গেলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি সিউলে পৌঁছানোর এক দিন আগেই পূর্ব উপকূলে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার জেরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। এর ফলে কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কোরিয়া ও জাপান।

এদিকে দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে বৃহস্পতিবারই (২৯ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট ইয়োন সুক-ইয়োলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে কমলা হ্যারিসের। উপদ্বীপে দুই কোরিয়ার উত্তেজনাকর সীমান্ত ও সুরক্ষিত পরমাণু নিরস্ত্রীকরণ এলাকা পরিদর্শন করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

এর আগে বুধবার কমলা হ্যারিস জাপান সফর করেছেন। দেশটির একটি সামরিক ঘাঁটিতে মার্কিন সেনাদের সঙ্গে দেখা করেছেন তিনি। সেখানে উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে আঞ্চলিক স্থিতিশীলতার হুমকি উল্লেখ করে নিন্দা জানান কমলা।

ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে পিয়ংইয়ং। সবশেষ বুধবার পূর্ব উপকূলে পরীক্ষামূলকভাবে দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি।

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে