হোম > বিশ্ব > এশিয়া

২০০০-২০ সালে নেওয়া স্নাতক কোনো কাজে আসবে না : তালেবান 

২০০০ থেকে ২০২০ সাল পর্যন্ত আফগানিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া স্নাতক ডিগ্রি কোনো কাজে আসবে না। দেশটির বর্তমান শাসকগোষ্ঠী তালেবানের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

স্থানীয় সংবাদমাধ্যম টিওএলও নিউজের প্রতিবেদনে বলা হয়, কাবুল বিশ্ববিদ্যালয়ের লেকচারারদের সঙ্গে একটি বৈঠকে আফগানিস্তানের উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রী আবদুল বাকি হাক্কানি বলেন, গত ২০ বছরে বিভিন্ন উচ্চ বিদ্যালয় থেকে নেওয়া স্নাতক ডিগ্রি কোনো কাজে আসবে না।  

হাক্কানি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অবশ্যই এমন শিক্ষক নিয়োগ করতে হবে, যাঁরা শিক্ষার্থীদের এবং আগত প্রজন্মকে দেশে এবং আফগানিস্তানে যে মূল্যবোধ রয়েছে তা শেখাতে পারে।   

মাদ্রাসা শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে বৈঠকে উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রী আবদুল বাকি হাক্কানি বলেন, আফগানিস্তানে মাদ্রাসায় পড়াশোনা করেছেন এবং ধর্মীয় পড়াশোনা করেছেন তাঁদের চেয়ে কম মূল্যবান আধুনিক গবেষণার মাস্টার্স ও পিএইচডিধারীরা। 

উল্লেখ্য,  ২০০০ থেকে ২০২০ সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতায় ছিল না তালেবান। ২০০১ সালে আফগানিস্তানের তালেবান সরকারকে উচ্ছেদ করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী। 

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২