হোম > বিশ্ব > এশিয়া

পিটিআই নিষিদ্ধ হলে নতুন দল গড়ে ক্ষমতায় যাব: ইমরান খান

গত ৯ মে ইমরান খানকে গ্রেপ্তারের পর তাঁর সমর্থকেরা দেশজুড়ে বিক্ষোভ এবং বিশৃঙ্খলার সূত্রপাত করেছিল। এ অবস্থায় পাকিস্তান সরকারের দায়িত্বশীল অনেক কর্তাব্যক্তি ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নিষিদ্ধ করার প্রস্তাব করে।

এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইমরান খান। বলেছেন, যদি তাঁর দল পিটিআইকে নিষিদ্ধ করা হয়, তবে তিনি নতুন আরেকটি দল গঠন করবেন এবং আসন্ন নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হবেন।

পাকিস্তানের ডন পত্রিকার ইংরেজি ভার্সনের এক প্রতিবেদনে বলা হয়, ইমরানের গ্রেপ্তারের পর তাঁর সমর্থকেরা দেশজুড়ে বিক্ষোভ এবং বিভিন্ন সেনা স্থাপনায় হামলা করেছিল। এ ঘটনার জের ধরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছিলেন, পিটিআইকে নিষিদ্ধ করাই হবে এই পরিস্থিতির একমাত্র সমাধান।

প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছিলেন, এমন পরিস্থিতি সৃষ্টির জন্য পিটিআই নিষিদ্ধ করার মতো পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে।

পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছিলেন, পিটিআইকে নিষিদ্ধ করলে তাঁর দল এর বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া দেখাবে না বা এই সিদ্ধান্তকে প্রতিহত করবে না।

বিষয়টি নিয়ে সম্প্রতি ইমরান খানের মত জানতে চেয়েছিল এশিয়া কেন্দ্রিক নিউজ পোর্টাল নিক্কেই এশিয়া। সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে ইমরান বলেন, ‘তাঁরা যদি দলকে নিষিদ্ধ করে তাহলে আমরা নতুন নামে আরেকটি দল গড়ব এবং নিশ্চিতভাবেই নির্বাচনে জয়ী হব।’ 

ইমরান আরও বলেন, ‘যদি তাঁরা আমাকেই নিষিদ্ধ করে কিংবা জেলে পাঠায় তবুও আমাদের দলই বিজয়ী হবে।’

ইমরান খান দাবি করেন, অনেক নিপীড়নের পরও তাঁর দলের সমর্থকদের মনোবল অক্ষুণ্ন আছে এবং দেশের রাজনীতিতে মৌলিক পরিবর্তন এসেছে। 

দলের নেতা-কর্মীদের ওপর ক্র্যাকডাউনের বিষয়ে ইমরান বলেন, ‘এসব করে তাঁরা এখনো আমাদের ভয় দেখিয়ে দল ভেঙে দেওয়ার চেষ্টা করছে।’

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত