হোম > বিশ্ব > এশিয়া

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে ১৫ জনের মৃত্যু, নিখোঁজ ১৯ 

ইন্দোনেশিয়ার সুলাবেশি দ্বীপের উপকূলীয় এলাকায় একটি ফেরি ডুবে অন্তত ১৫ জন মারা গেছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১৯ জন। দেশটির অনুসন্ধান ও উদ্ধারকাজে নিয়োজিত কর্মকর্তাদের বরাত দিয়ে আজ সোমবার সকালে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধারকাজে নিয়োজিত সংস্থার স্থানীয় কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল রোববার মাঝরাতে ৪০ জন যাত্রী নিয়ে ফেরিটি ডুবে যায়। ফেরিটি ডুবে যাওয়ার পর ছয়জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। ফেরিটি ডুবে যাওয়ার কারণ জানতে তদন্ত চলছে। 

বিবৃতিতে দক্ষিণপূর্ব সুলাবেশির কেন্দারি শহরের অনুসন্ধান ও উদ্ধারকাজে নিয়োজিত সংস্থার স্থানীয় প্রধান মুহাম্মদ আরাফাহ জানান, ১৯ জন এখনও নিখোঁজ রয়েছেন। তাঁদের খোঁজে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। 

তিনি জানান, একটি দল ফেরিটি ডুবে যাওয়ার স্থানে এবং আরেকটি দল নৌকা নিয়ে পানির উপরিভাগে উদ্ধার তৎপরতা চালাবে। 

বিবৃতিতে জানানো হয়, ফেরিটি বুটন দ্বীপের ল্যান্টো গ্রাম থেকে দক্ষিণপূর্ব সুলাবেশির মুনা দ্বীপের লাজিলি গ্রামে যাচ্ছিল।

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে