হোম > বিশ্ব > এশিয়া

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে ১৫ জনের মৃত্যু, নিখোঁজ ১৯ 

ইন্দোনেশিয়ার সুলাবেশি দ্বীপের উপকূলীয় এলাকায় একটি ফেরি ডুবে অন্তত ১৫ জন মারা গেছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১৯ জন। দেশটির অনুসন্ধান ও উদ্ধারকাজে নিয়োজিত কর্মকর্তাদের বরাত দিয়ে আজ সোমবার সকালে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধারকাজে নিয়োজিত সংস্থার স্থানীয় কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল রোববার মাঝরাতে ৪০ জন যাত্রী নিয়ে ফেরিটি ডুবে যায়। ফেরিটি ডুবে যাওয়ার পর ছয়জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। ফেরিটি ডুবে যাওয়ার কারণ জানতে তদন্ত চলছে। 

বিবৃতিতে দক্ষিণপূর্ব সুলাবেশির কেন্দারি শহরের অনুসন্ধান ও উদ্ধারকাজে নিয়োজিত সংস্থার স্থানীয় প্রধান মুহাম্মদ আরাফাহ জানান, ১৯ জন এখনও নিখোঁজ রয়েছেন। তাঁদের খোঁজে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। 

তিনি জানান, একটি দল ফেরিটি ডুবে যাওয়ার স্থানে এবং আরেকটি দল নৌকা নিয়ে পানির উপরিভাগে উদ্ধার তৎপরতা চালাবে। 

বিবৃতিতে জানানো হয়, ফেরিটি বুটন দ্বীপের ল্যান্টো গ্রাম থেকে দক্ষিণপূর্ব সুলাবেশির মুনা দ্বীপের লাজিলি গ্রামে যাচ্ছিল।

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি