হোম > বিশ্ব > এশিয়া

নেপালে বিধ্বস্ত উড়োজাহাজের কেউ বেঁচে নেই, ১৪ মরদেহ উদ্ধার

গতকাল রোববার নিখোঁজ হওয়া নেপালের তারা এয়ারের উড়োজাহাজটির সন্ধার পেয়েছে উদ্ধারকারী দল। বিধ্বস্ত উড়োজাহাজটি থেকে এ পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে। নেপালের স্থানীয় গণমাধ্যম কাঠমান্ডু পোস্ট এবং বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

গত রোববার উড়োজাহাজটি ২২ জন যাত্রী ও তিনজন ক্রু নিয়ে নিখোঁজ হয়েছিল। যাত্রীদের মধ্যে ১৩ জন নেপালি, চারজন ভারতীয় ও দুজন জার্মান নাগরিক ছিলেন বলে জানা গেছে।

নেপাল সেনাবাহিনী আজ সোমবার জানিয়েছে, উড়োজাহাজটি নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর ১৩ জন নেপালি, চারজন ভারতীয় ও দুজন জার্মান নাগরিকর থাসাংয়ের সানো সোয়ার ভির এলাকায় একটি পাহাড়ের নিচে বিধ্বস্ত অবস্থায় পাওয়া গেছে। 

নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটি গতকাল রোববার স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে পোখারা ছেড়ে যায়। উড্ডয়নের ১৫ মিনিট পরই ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় উড়োজাহাজটির। 

নেপাল সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল নারায়ণ সিলওয়াল আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে তারা এয়ারের বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসাবশেষের ছবি পোস্ট করেছেন। 

এক টুইটার পোস্টে সিলওয়াল বলেছেন, ‘উদ্ধারকারীরা এখনো দুর্ঘটনাস্থলে রয়েছেন। তাঁরা মরদেহের অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। বিস্তারিত পরে জানানো হবে।’ 

তারা এয়ারের মুখপাত্র সুদর্শন বারতৌলা কাঠমান্ডু পোস্টকে বলেছেন, যেখানে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে, তার আশপাশের ১০০ মিটারের মধ্যে মৃতদেহগুলো ছড়িয়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেভাবেই অনুসন্ধান চালাচ্ছেন উদ্ধারকারীরা।

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে