হোম > বিশ্ব > এশিয়া

জেল পালানো ৬ ফিলিস্তিনির মধ্যে ৪ জন ফের গ্রেপ্তার

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গিলবোয়া কারাগার থেকে টানেল খুঁড়ে পালিয়ে যাওয়া ছয় ফিলিস্তিনির মধ্যে চারজনকে আবারও আটক করা হয়েছে। গতকাল শনিবার ইসরায়েলি পুলিশের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গত সোমবার ইসরায়েলের কারাগার থেকে পালিয়ে যান ফিলিস্তিনের ওই ছয়জন রাজনৈতিক বন্দী। এরপর তাঁদের ধরতে পশ্চিম তীরে অভিযান শুরু করে ইসরায়েল পুলিশ। গত ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো একসঙ্গে এত ফিলিস্তিনি কারাগার থেকে পালাতে সক্ষম হন।

ধারণা করা হচ্ছে, পালানোর আগে ওই বন্দীরা তাদের কারাকক্ষের টয়লেটে কয়েক মাস যাবৎ গর্ত খুঁড়েছে । এরপর সেই গর্ত দিয়ে কারাগার থেকে পালিয়ে যান তাঁরা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সোমবার রাত ১টা ৩০ মিনিটের দিকে তারা টানেল থেকে বের হচ্ছেন।

জেল পালানো ফিলিস্তিনিরা হলেন মাহমুদ আরদাহ, মোহাম্মদ আরদাহ, ইহাম কামামজি, ইয়াকুব কাদরি ও মুনাদিল ইনফাত। তাঁরা সবাই ইসলামিক জিহাদের সদস্য। ইসরায়েলিদের ওপর হামলার পরিকল্পনা বা হামলা চালিয়ে হত্যার ঘটনায় তাঁদের মধ্যে চারজন যাবজ্জীবন কারাদণ্ড খাটছিলেন। আর ষষ্ঠ ব্যক্তি হলেন জাকারিয়া জুবেইদি। তিনি ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন আল-আকসা মার্টায়ার্স ব্রিগেডের জেনিন শহরের প্রধানের দায়িত্বে ছিলেন।

ইসরায়েল পুলিশের পক্ষ থেকে বলা হয়, সর্বশেষ গ্রেপ্তার হওয়া দুজনকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় নাজারেথ  থেকে একটি লরির ভেতর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন  জাকারিয়া জুবেইদি (৪৬) ও মোহাম্মদ আরদাহ (৩৯)।

এর আগে শুক্রবার ইসরায়েল কারাগার  থেকে পালানো  ইয়াকুব কাদরি (৪৮) ও মাহমুদ আরদাহ (৪৫) নামে আরও দুজনকে গ্রেপ্তার করে ইসরায়েলি পুলিশ।

ফিলিস্তিনিদের এই জেল পালানোর ঘটনা ইসরায়েলে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। দেশটির গণমাধ্যমগুলো দাবি করে, কর্মকর্তাদের একাধিক ‘ভুলের’ কারণে এমন ঘটনা ঘটেছে। তবে ফিলিস্তিনের সশস্ত্র গ্রুপগুলো এ ঘটনাকে একটি ‘বীরোচিত’ কাজ হিসেবে আখ্যায়িত করেছে।

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট