হোম > বিশ্ব > এশিয়া

আফগানিস্তানে দূতাবাসে হামলার পরিকল্পনাকারী আইএস নেতাকে হত্যা করেছে তালেবান

আফগানিস্তানের রাজধানী কাবুলে কূটনৈতিক দূতাবাস এলাকায় হামলা চালানোর পরিকল্পনাকারী জঙ্গিগোষ্ঠী আইএসের শীর্ষ এক নেতাকে হত্যা করেছে তালেবান। একজন সরকারি কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড নাটকীয়ভাবে কমেছে। কিন্তু গত বছর আইএসের হামলার কারণে নিরাপত্তা পরিস্থিতি আবার খারাপ হতে শুরু করে। 

গত রোববার রাতে রাজধানী কাবুলে জঙ্গিবিরোধী অভিযান চালায় তালেবান বাহিনী। সেই অভিযানে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর দুই সদস্যের মৃত্যু হয়েছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, অভিযানে আঞ্চলিক আইএসের ‘গোয়েন্দা ও অপারেশনস প্রধান’ ক্বারি ফাতেহ নিহত হয়েছেন। এ ছাড়া খায়ের খানা এলাকায় অভিযানে নিহত হয়েছেন আরও এক আইএস জঙ্গি। 

তালেবান মুখপাত্র বলেন, ক্বারি ফাতেহ কাবুলে কূটনৈতিক দূতাবাস, মসজিদ এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে সাম্প্রতিক হামলার পরিকল্পনা করেছিল। এই হামলার পরিকল্পনার তিনি ছিলেন প্রধান। 

২০২২ সালের জুলাইয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে ফাতেহকে আইএসের একজন শীর্ষ নেতা হিসেবে বর্ণনা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারত, ইরান ও মধ্য এশিয়ার বিস্তৃত এলাকায় সামরিক অভিযানের অভিযোগ আনা হয়। 

আফগানিস্তানে তালেবান শাসনের সবচেয়ে বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে আইএস। বিদেশি, ধর্মীয় সংখ্যালঘু এবং সরকারি প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা চালিয়েছে জঙ্গিগোষ্ঠীটি। 

গত ডিসেম্বরে কাবুলের একটি হোটেলে বন্দুক হামলার দায় স্বীকার করে আইএস। ওই হামলায় পাঁচ চীনা নাগরিক আহত হন। এ ছাড়া একই মাসে কাবুলে অবস্থিত পাকিস্তানি দূতাবাসে হামলা চালায় জঙ্গিগোষ্ঠীটি। আর জানুয়ারিতে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়। এই হামলারও দায় স্বীকার করে আইএস। 

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার