তাইওয়ানের পূর্বাঞ্চলে টানেলের ভেতর ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে।
কর্তৃপক্ষের ধারণা, নির্মাণাধীন অবকাঠামো এলাকার একটি ট্রাক সঠিকভাবে পার্ক না করায় সেটি রেললাইনে এসে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তাইওয়ানের কৌঁসুলি ওই নির্মাণাধীন অবকাঠামো এলাকার ম্যানেজারের গ্রেফতার দাবি করেছে।
তাইওয়ানের দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রেনটি তাইটং যাচ্ছিল। হুয়ালিয়েনের উত্তরাঞ্চলে একটি টানেলের ভেতরে সেটি লাইনচ্যুত হয়। ট্রেনটিতে প্রায় ৫০০ জন যাত্রী ছিলেন।
উদ্ধারকারী দল আজ শনিবার টানেলের বাইরে অক্ষত বগিগুলো সরিয়ে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে টানেলের ভেতরে থাকা বগিগুলোর বেশি ক্ষতি হয়েছে বলে উদ্ধারকারী দল জানিয়েছে।
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন আজ ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে সাক্ষাৎ করবেন ।
তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূল পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় স্থান। কিংমিং উৎসব শুরুর মুহূর্তেই এমন দুর্ঘটনা ঘটলো। এই উৎসবে সারা দেশ থেকে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়ে তাদের নিকটাত্মীয়দের সমাধি পরিদর্শন করে এবং তর্পণ দেয়।
আরও পড়ুন: