হোম > বিশ্ব > এশিয়া

ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উ.কোরিয়া, দাবি দক্ষিণের

উত্তর কোরিয়া ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। এ ছাড়া জাপানও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে আজ রোববার এই তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর দাবি, গতকাল রোববার উত্তর কোরিয়া অজ্ঞাত স্থান থেকে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তবে এ বিষয়ে তারা বিস্তারিত কোনো তথ্য জানায়নি।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে বলেছেন, ‘উত্তর কোরিয়া পূর্ব দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।’

জাপানও রোববার উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, উত্তর কোরিয়া সম্ভাব্য ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এই মুখপাত্র উত্তর কোরিয়া কয়টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তা নির্দিষ্ট করে জানাননি।

জাপানের কোস্ট গার্ড উত্তর কোরিয়ার সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে তাদের জাহাজগুলোকে সতর্ক করে দিয়েছে।

এ নিয়ে চলতি বছরে অষ্টমবারের মতো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। তবে বিশ্লেষকেরা বলছেন, এর আগে গত এক মাস তারা বেইজিংয়ে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকের কারণে কোনো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাইনি। তবে গত মাসেই উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র পরীক্ষায় স্ব-আরোপিত স্থগিতাদেশ থেকে সরে আসবে বলে জানিয়েছিল।

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট