হোম > বিশ্ব > এশিয়া

ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উ.কোরিয়া, দাবি দক্ষিণের

উত্তর কোরিয়া ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। এ ছাড়া জাপানও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে আজ রোববার এই তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর দাবি, গতকাল রোববার উত্তর কোরিয়া অজ্ঞাত স্থান থেকে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তবে এ বিষয়ে তারা বিস্তারিত কোনো তথ্য জানায়নি।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে বলেছেন, ‘উত্তর কোরিয়া পূর্ব দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।’

জাপানও রোববার উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, উত্তর কোরিয়া সম্ভাব্য ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এই মুখপাত্র উত্তর কোরিয়া কয়টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তা নির্দিষ্ট করে জানাননি।

জাপানের কোস্ট গার্ড উত্তর কোরিয়ার সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে তাদের জাহাজগুলোকে সতর্ক করে দিয়েছে।

এ নিয়ে চলতি বছরে অষ্টমবারের মতো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। তবে বিশ্লেষকেরা বলছেন, এর আগে গত এক মাস তারা বেইজিংয়ে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকের কারণে কোনো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাইনি। তবে গত মাসেই উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র পরীক্ষায় স্ব-আরোপিত স্থগিতাদেশ থেকে সরে আসবে বলে জানিয়েছিল।

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে