হোম > বিশ্ব > এশিয়া

জাপানে কাজের চাপে চিকিৎসকের আত্মহত্যার দাবি পরিবারের

জাপানে গত বছর ২৬ বছর বয়সী একজন চিকিৎসক আত্মহত্যা করেন। তবে গত সপ্তাহে ওই চিকিৎসকের পরিবার দাবি করেছে, কর্মক্ষেত্রে এক মাসে ২০৭ ঘণ্টার বেশি কাজ করতে হয়েছিল তাকাশিমা শিঙ্গোকে। আর এ কারণেই আত্মহত্যা করেন তিনি। জাপানে অতিরিক্ত কাজের সংস্কৃতিতে পরিবর্তনের জন্য আবেদনও করেছে ওই যুবকের পরিবার।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

তাকাশিমা শিঙ্গো কোবে শহরের কোনান মেডিকেল সেন্টারের আবাসিক চিকিৎসক ছিলেন। কিন্তু গত বছরের মে মাসে তিনি আত্মহত্যা করেন। জাপানের এনএইচকে টেলিভিশন চ্যানেল এমনটাই জানিয়েছে। এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের আইনজীবীর মতে শিঙ্কো তাঁর মৃত্যুর আগের মাসে ২০৭ ঘণ্টার বেশি ওভারটাইম করেছিলেন এবং তিন মাস ধরে এক দিনও ছুটি কাটাননি। 

সংবাদ সম্মেলনে চিকিৎসকের মা জুঙ্কো তাকাশিমা বলেন, আত্মহত্যার আগে কর্মক্ষেত্রে কঠিন সময় পার করতে হয়েছিল তাঁর ছেলেকে। এমনকি সহকর্মীরা শিঙ্কোকে খুব একটা সহায়তা করতেন না। তিনি আরও বলেন, ‘ছেলে আমাকে বলেছিল, “কেউ আমার কষ্টটা দেখে না।” আমি মনে করি, কাজের কঠিন পরিবেশই ধীরে ধীরে আমার ছেলেকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়েছে।’ 

জুঙ্কো তাকাশিমা বলেন, ‘আমার ছেলে একজন ভালো চিকিৎসক হতে চেয়েছিল। সে আর তা হতে পারবে না। আর কোনো দিন রোগীদের জীবন বাঁচাতে, সমাজের উন্নয়নে অবদান রাখতে পারবে না। আমি চাই না, আর কারও বুক খালি হোক। আশা করছি, জাপানে চিকিৎসকদের জন্য কাজের পরিবেশ উন্নত করা হবে, যাতে এমন ঘটনা আর না ঘটে।’ 

কোনান মেডিকেল সেন্টার গত সপ্তাহে একটি সংবাদ সম্মেলনে তাদের বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বীকার করেছে। হাসপাতালটির একজন মুখপাত্র গণমাধ্যমকে বলেন, ‘বাড়তি সময় কাজ করার জন্য তাকাশিমা শিঙ্গো আত্মহত্যা করেনি বলে আমাদের ধারণা।’ এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো প্রতিক্রিয়া জানাতেও নারাজ। তবে হাসপাতালটি দায় এড়াতে পারবে না। কারণ, গত জুনে জাপানের সরকারি শ্রম পরিদর্শন কর্তৃপক্ষ তদন্তে শিঙ্গোর আত্মহত্যার সঙ্গে অতিরিক্ত কাজ করার সম্পর্ক খুঁজে পায়।

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়