হোম > বিশ্ব > এশিয়া

মিয়ানমারে ২০ জনেরও বেশি জান্তা সৈন্য নিহত 

মিয়ানমারের জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠীর হাতে দেশটির বিভিন্ন স্থানে সংঘর্ষে ২০ জনেরও বেশি সৈন্যের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর এক ক্যাপ্টেনও রয়েছেন বলে দাবি করেছে বিদ্রোহীরা। দেশটির রাখাইন, মন, শান ও কারেন রাজ্যে এবং মান্দালয়, সাগাইন এবং ইয়াঙ্গুন শহরে পৃথক পৃথক শহরে সংঘর্ষের ঘটনায় তাদের মৃত্যু হয়েছে।

থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পিপল’স ডিফেন্স ফোর্স (পিডিএফ) এবং এথনিক আর্মড ফোর্সের (ইএও) সঙ্গে জান্তা বাহিনীর সৈন্যদের সংঘর্ষ হলে এক ক্যাপ্টেনসহ ২০ জনের মৃত্যু হয়। এ সময় মান্দালয় থেকে দুই রাজবন্দীকে উদ্ধার করা হয়।

ইয়াঙ্গুনে জান্তাবিরোধী বাহিনীর হামলায় এক পুলিশ সদস্য এবং দুই প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এই হামলা চালায় বিদ্রোহীরা। এ ছাড়া, মিয়ানমারের রাখাইন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে অন্তত ১২ জান্তা সদস্যের মৃত্যু হয়। এর আগে, রাখাইনের ম্রউক–উতে জান্তা বাহিনীর গুলিতে রাখাইনে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। পরে জান্তা বাহিনীর হামলার জবাবে আরাকান আর্মির হামলায় ১২ জান্তা সদস্যের মৃত্যু হয়।

রাখাইনের বাইরে মিয়ানমারের শান রাজ্যে আরও ৪ জান্তা সৈন্যের মৃত্যু হয়। শান রাজ্যের উত্তরাঞ্চলের নামখামে জান্তা সৈন্য বহনকারী একটি গাড়িতে বিদ্রোহীরা হামলা চালালে ৪ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ২ জন চিকিৎসক ছিলেন বলে জানা গেছে। এর বাইরে, মন রাজ্যে বিদ্রোহীদের হামলায় জান্তা বাহিনীর মিত্র বলে পরিচিত পিউ স তি সশস্ত্র গোষ্ঠীর নেতা সুয়ে উইন নিহত হন। পিপল’স ডিফেন্স ফোর্সের সদস্যদের হামলায় সুয়ে উইন মারা যান বলে দায় স্বীকার করেছে পিডিএফ।

এ ছাড়া, সাগাইন এবং ইয়াঙ্গুনে পৃথক পৃথক হামলা আরও বেশ কয়েকজন জান্তা সৈন্যের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত