হোম > বিশ্ব > এশিয়া

খালি পকেটে জাপান ঘুরে ক্ষমা চাইলেন ইউটিউবার

সাইপ্রাসের যুবক ফিদিয়াস পানায়িওতো ইউটিউবে তুমুল জনপ্রিয়। এই মাধ্যমে ২৪ লাখ ফলোয়ার আছে তাঁর। ইউটিউবে নিজেকে ‘পেশাদার ভুল করা ব্যক্তি’ হিসেবে পরিচয় দেন ফিদিয়াস। আরও সহজ করে বললে, প্রচলিত নিয়মকানুন ভঙ্গ করে কোনো উদ্দেশ্য হাসিল করার ভিডিও কনটেন্ট তৈরি করেন তিনি। সম্প্রতি এমনই একটি কনটেন্ট তৈরি করে জাপানিদের কাছে ক্ষমা চাইতে হলো এই ইউটিউবারকে। 

আজ বুধবার এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কোনো অর্থ খরচ না করেই জাপান ঘুরে বেড়ানো নিয়ে সম্প্রতি একটি ভিডিও কনটেন্ট তৈরি করেছিলেন ফিদিয়াস। এই ভিডিওতে দেখা যায়, তিনি চালাকি করে ট্রেনের ভাড়া ফাঁকি দিচ্ছেন, ফাইভ স্টার হোটেলে নাশতার বিল না দিয়েই ভাগছেন। 

ফিদিয়াসের ওই ভিডিওটি ইতিমধ্যে পাঁচ লাখের বেশি ভিউ হয়েছে। তবে বিষয়টি খেপিয়ে তুলেছে জাপানিদের। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁকে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন। অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন, জাপানের মাটিতে বিদেশিদের এমন প্র্যাঙ্ক ভিডিও নির্মাণের জন্য। এ ধরনের ইউটিউবারদের প্রবেশ জাপানে নিষিদ্ধ করারও প্রস্তাব করেছেন কেউ কেউ। 

এমন সমালোচনার মধ্যেই বোধোদয় হয়েছে ফিদিয়াসের। গতকাল মঙ্গলবার তিনি জাপানিদের কাছে ক্ষমা চেয়ে আরেকটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে তাঁকে বলতে শোনা গেছে, ‘হ্যালো সুন্দর মানুষেরা, আমি জাপানি জনগণের কাছে ক্ষমা চাইছি। তাদের বাজে অনুভূতি দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল না।’ 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১০ হাজার ডলারের একটি বাজিতে জাপানে বিনা মূল্যে ঘুরে বেড়ানোর ভিডিওটি তৈরি করেছিলেন ফিদিয়াস। তাঁকে পর্যবেক্ষণের জন্য সঙ্গে ছিলেন আরও দুজন। ভিডিওতে দেখা যায়, জাপানের একাধিক বুলেট ট্রেনে টয়লেটে লুকিয়ে থেকে ভাড়া ফাঁকি দিয়েছেন তিনি। বাসের ভাড়া দেওয়ার জন্য অপরিচিত এক ব্যক্তির কাছে হাত পাতেন তিনি। তারপরও ৮০ ইয়েন কম থাকার কারণে চালক তাঁকে বাসের মধ্যে আটকে রাখেন এবং পুলিশ স্টেশনে নিয়ে যান। সেখানে পাঁচ ঘণ্টা আটক থাকার পর ছাড়া পান ফিদিয়াস। 

একপর্যায়ে নাশতা করার জন্য তিনি একটি হোটেলে প্রবেশ করেন। সেখানে নাশতা সেরে সবার চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে আসতে কোনো সমস্যাই হয়নি বলে ভিডিওতে জানান। 

ভিডিও কখন তৈরি করা হয়েছে কিংবা ফিদিয়াস ও তাঁর সঙ্গীরা এখনো জাপানে অবস্থান করছেন কি না সেই বিষয়ে কিছু জানা যায়নি।

ফিদিয়াস ক্ষমা চাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক জাপানি মন্তব্য করেছেন—তিনি যদি সত্যিই অনুতপ্ত হন, তবে ভিডিওটি ইউটিউব থেকে মুছে দিয়ে তা প্রমাণ করা উচিত। গতকাল দুপুরের দিকে ফিদিয়াসের ইউটিউব চ্যানেলে ভিডিওটি পাওয়া যায়নি।

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে হামলায় নিহত বেড়ে ১৫, আহত ৪০ জনেরও বেশি