হোম > বিশ্ব > এশিয়া

বিহারে একদিনে বজ্রপাতে ২০ জনের মৃত্যু

ভারতের বিহার রাজ্যে ২৪ ঘণ্টায় বজ্রপাতে সব মিলিয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে ব্যাপক মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিহার জুড়ে। রাজ্যজুড়ে বৃহস্পতিবার আরও ব্যাপক বজ্রপাত হতে পারে বলে জানানো হয়েছে রাজ্যের আবহাওয়া বিভাগ থেকে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে, রাজ্যটিতে বজ্রপাতে ব্যাপক মৃত্যুর অন্যতম কারণ হিসেবে ধরা হয় খোলা জায়গায় কাজ করার বিষয়টিকে। বিশ্বের বিভিন্ন এলাকার তুলনায় ভারতের এই রাজ্যটিতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ খোলা আকাশের নিচে কাজ করে থাকেন। ফলে বজ্রপাতের সহজ শিকারে পরিণত হন তাঁরা। কেবল বিহার নয়, সারা ভারতেই প্রতিবছর বর্ষা মৌসুমে বিপুল পরিমাণ মানুষের মৃত্যু হয় বজ্রপাতে।

২৪ ঘণ্টায় বজ্রপাতে ২০ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। তিনি, বজ্রপাতে মৃত্যু এড়াতে জনসাধারণকে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশিত নীতিমালা অনুসরণ করে চলার প্রতি আহ্বান জানিয়েছেন। বজ্রপাতে মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবারকে ৪ লাখ রুপি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিহারের মুখ্যমন্ত্রী গত সপ্তাহে রাজ্যের আমলা–মন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে রাজ্যের স্কুল ও হাসপাতালসহ সব সরকারি ভবনে বজ্র নিরোধক যন্ত্র স্থাপনের নির্দেশ দিয়েছেন। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে আরও বলা হয়, বিহারের ভৌগোলিক অবস্থানের কারণেও রাজ্যটির মানুষ ব্যাপকভাবে বজ্রপাতের শিকার হন। তবে, সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতের পরিমাণ ভয়াবহভাবে বেড়ে গেছে। 

অস্ট্রেলিয়ায় ‘এশিয়ান এল চ্যাপোকে’ ১৬ বছরের কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন প্রকল্প: এশিয়ায় উসকে দেবে সমুদ্রতলে অস্ত্র প্রতিযোগিতা

৮০ হাজার মানুষের সামনে শিশুকে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করাল তালেবান, জাতিসংঘের নিন্দা

মিয়ানমারে আফিম চাষ বেড়েছে বহুগুণ, সংঘাত ও দারিদ্র্যে চোরাচালানে জড়াচ্ছেন কৃষকেরা

এশিয়ার চার দেশে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ১১০০ ছাড়াল

এশিয়াজুড়ে বন্যা–ভূমিধসের তাণ্ডব, মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

প্রথমবারের মতো কাঠমান্ডুতে মৎস্য মেলার আয়োজন করল বাংলাদেশ

বন্যায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়া, চার দেশে ৬০০ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা ৩০০ ছাড়াল

বিদেশে থাকা নাগরিকেরা ফিরতে চাইলে স্বাগত জানানো হবে: মিয়ানমারের জান্তাপ্রধান