হোম > বিশ্ব > এশিয়া

বিহারে একদিনে বজ্রপাতে ২০ জনের মৃত্যু

ভারতের বিহার রাজ্যে ২৪ ঘণ্টায় বজ্রপাতে সব মিলিয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে ব্যাপক মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিহার জুড়ে। রাজ্যজুড়ে বৃহস্পতিবার আরও ব্যাপক বজ্রপাত হতে পারে বলে জানানো হয়েছে রাজ্যের আবহাওয়া বিভাগ থেকে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে, রাজ্যটিতে বজ্রপাতে ব্যাপক মৃত্যুর অন্যতম কারণ হিসেবে ধরা হয় খোলা জায়গায় কাজ করার বিষয়টিকে। বিশ্বের বিভিন্ন এলাকার তুলনায় ভারতের এই রাজ্যটিতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ খোলা আকাশের নিচে কাজ করে থাকেন। ফলে বজ্রপাতের সহজ শিকারে পরিণত হন তাঁরা। কেবল বিহার নয়, সারা ভারতেই প্রতিবছর বর্ষা মৌসুমে বিপুল পরিমাণ মানুষের মৃত্যু হয় বজ্রপাতে।

২৪ ঘণ্টায় বজ্রপাতে ২০ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। তিনি, বজ্রপাতে মৃত্যু এড়াতে জনসাধারণকে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশিত নীতিমালা অনুসরণ করে চলার প্রতি আহ্বান জানিয়েছেন। বজ্রপাতে মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবারকে ৪ লাখ রুপি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিহারের মুখ্যমন্ত্রী গত সপ্তাহে রাজ্যের আমলা–মন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে রাজ্যের স্কুল ও হাসপাতালসহ সব সরকারি ভবনে বজ্র নিরোধক যন্ত্র স্থাপনের নির্দেশ দিয়েছেন। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে আরও বলা হয়, বিহারের ভৌগোলিক অবস্থানের কারণেও রাজ্যটির মানুষ ব্যাপকভাবে বজ্রপাতের শিকার হন। তবে, সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতের পরিমাণ ভয়াবহভাবে বেড়ে গেছে। 

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার