হোম > বিশ্ব > এশিয়া

বিহারে একদিনে বজ্রপাতে ২০ জনের মৃত্যু

ভারতের বিহার রাজ্যে ২৪ ঘণ্টায় বজ্রপাতে সব মিলিয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে ব্যাপক মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিহার জুড়ে। রাজ্যজুড়ে বৃহস্পতিবার আরও ব্যাপক বজ্রপাত হতে পারে বলে জানানো হয়েছে রাজ্যের আবহাওয়া বিভাগ থেকে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে, রাজ্যটিতে বজ্রপাতে ব্যাপক মৃত্যুর অন্যতম কারণ হিসেবে ধরা হয় খোলা জায়গায় কাজ করার বিষয়টিকে। বিশ্বের বিভিন্ন এলাকার তুলনায় ভারতের এই রাজ্যটিতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ খোলা আকাশের নিচে কাজ করে থাকেন। ফলে বজ্রপাতের সহজ শিকারে পরিণত হন তাঁরা। কেবল বিহার নয়, সারা ভারতেই প্রতিবছর বর্ষা মৌসুমে বিপুল পরিমাণ মানুষের মৃত্যু হয় বজ্রপাতে।

২৪ ঘণ্টায় বজ্রপাতে ২০ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। তিনি, বজ্রপাতে মৃত্যু এড়াতে জনসাধারণকে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশিত নীতিমালা অনুসরণ করে চলার প্রতি আহ্বান জানিয়েছেন। বজ্রপাতে মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবারকে ৪ লাখ রুপি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিহারের মুখ্যমন্ত্রী গত সপ্তাহে রাজ্যের আমলা–মন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে রাজ্যের স্কুল ও হাসপাতালসহ সব সরকারি ভবনে বজ্র নিরোধক যন্ত্র স্থাপনের নির্দেশ দিয়েছেন। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে আরও বলা হয়, বিহারের ভৌগোলিক অবস্থানের কারণেও রাজ্যটির মানুষ ব্যাপকভাবে বজ্রপাতের শিকার হন। তবে, সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতের পরিমাণ ভয়াবহভাবে বেড়ে গেছে। 

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে