হোম > বিশ্ব > এশিয়া

বিচার বিভাগীয় পদ পূরণে গড়িমসি হংকংয়ের প্রধান নির্বাহীর 

প্রায় পাঁচ মাস ধরে হংকংয়ের বিচারক নির্বাচনকারী প্যানেলের (বিচার বিভাগীয় কর্মকর্তা নিয়োগ সুপারিশ কমিশন) একটি সদস্যপদ ফাঁকা রেখেছেন শহরটির প্রধান নির্বাহী ক্যারি লাম। বিষয়টির সম্পর্কে অবগত এমন তিন আইনজীবী এই বিষয়টি সংবাদমাধ্যম রয়টার্সকে জানিয়েছেন। 

ব্রিটেনে পড়ালেখা করা আইনজীবী নেভিল স্যারনি, যিনি গত শতকের ৮০-এর দশকের গোড়ার দিকে উক্ত কমিশনে ব্যারিস্টার হিসেবে কাজ শুরু করেন ওই সংরক্ষিত আসনে তাঁর নিয়োগ বিলম্বিত করতেই লাম সিদ্ধান্ত গ্রহণ করেছেন। 

সম্প্রতি স্যারনি বিভিন্ন পত্রপত্রিকায় হংকং সরকারের বিভিন্ন নীতিমালা, বাক স্বাধীনতা এবং গণতন্ত্রের পক্ষে লেখালেখি করেছেন। তবে তাঁর নিয়োগ বিলম্বিত হওয়া নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। 

ওই তিন আইনজীবী এবং আরও নয়জন কূটনৈতিক, বুদ্ধিজীবী বিষয়টিকে নজিরবিহীন বলে উল্লেখ করে বলেছেন, এই ঘটনা শহরটির বিচার বিভাগের স্বায়ত্তশাসনকে প্রশ্নের সম্মুখীন করেছে। 

 ‘বিচার বিভাগীয় কর্মকর্তা নিয়োগ সুপারিশ কমিশন’-এর দ্বারা বিচারকদের মনোনয়ন এই কারণে গুরুত্বপূর্ণ যে, এই কমিশন বা প্যানেলের মাধ্যমেই নিয়োগপ্রাপ্ত বিচারকেরাই চীনা কর্তৃপক্ষ কর্তৃক বিদ্রোহ, সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতা ও বিদেশিদের সঙ্গে যোগসাজশের শাস্তি দিতে ২০২০ সালে হংকংয়ের ওপর আরোপিত আইন প্রয়োগ করে বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের অধীনে থাকা মামলাগুলোর রায় দেবেন। 

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে