শ্রীলঙ্কার সাবেক উপমন্ত্রী নিরূপমা রাজাপক্ষে দেশ ছেড়েছেন। গত মঙ্গলবার রাতে তিনি দেশ ত্যাগ করেন বলে স্থানীয় সংবাদমাধ্যম সিলন টুডের প্রতিবেদনে জানানো হয়েছে।
পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, তাদের বিমানবন্দর প্রতিনিধি জানিয়েছেন, নিরূপমা এমিরেটসের একটি ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে শ্রীলঙ্কা ত্যাগ করেছেন। মঙ্গলবার রাত ১০টা ২৫ মিনিটে তাঁকে বহনকারী উড়োজাহাজটি কাটুনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
প্যান্ডোরা পেপারে সারা বিশ্বের রাজনীতিক, ব্যবসায়ী, সেলিব্রিটিসহ বহু ব্যক্তির সম্পদ পাচারের তথ্য প্রকাশ পায়। এর মধ্যে শ্রীলঙ্কার যেক’জনের নাম এসেছিল নিরূপমা তাঁদের মধ্যে অন্যতম।